Tuesday, February 11, 2025
বাড়িবিনোদনভিয়েতনামে রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা !

ভিয়েতনামে রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা !

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৫ জানুয়ারি: ফেব্রুয়ারি মাসেই নাকি বাগদান। অন্তত, সিনেমাপাড়ায় এমনই রটেছে। ঠিক এই জল্পনার মাঝেই ভিয়েতনামে রশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা! হ্যাঁ, রশ্মিকা ও বিজয়ের ইনস্টাগ্রামে উঁকি মারুন, দেখবেন ভিয়েতনাম ট্রিপের একাধিক ছবি শেয়ার করেছেন দুজনে। তবে দুজনেই ছবি আপলোড করার সময়ই গোপন করেছেন দুজনকে।

গত বছর থেকেই খবরে রয়েছেন রশ্মিকা ও বিজয়। শোনা গিয়েছে, চলতি বছরেই নাকি বিয়ে করবেন তাঁরা। এমনকী, খবর রটেছে ফেব্রুয়ারি মাসেই বাগদান। তবে দুজন এখনও পর্যন্ত এই সম্পর্ককে প্রকাশ্যে আনেননি। তারই মাঝে ভিয়েতনাম ট্রিপের এই ছবি গুঞ্জনকে যেন আরও বাড়িয়ে দিল।

এর আগে সোশাল মিডিয়ার হাত ধরে একটি ছবি ভাইরাল হয়েছিল। যেখানে দেখা গিয়েছে, দুবাইয়ের রাস্তায় একসঙ্গে ঘুরে বেড়াচ্ছেন রশ্মিকা ও বিজয়। শুধু দুজনেই নয়, রশ্মিকা নাকি দেখা করেছেন বিজয়ের পরিবারের সঙ্গেও। একসঙ্গে লাঞ্চ ও ডিনার করতেও দেখা গিয়েছে তাঁদের।

দক্ষিণী ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দানা এখন ‘ন্যাশনাল ক্রাশ’। ইতিমধ্য়েই ‘পুষ্পা’ ছবিতে তাঁর ‘স্বামী স্বামী’ নাচ দেখে গোটা দেশের পুরুষদের হৃদয়ে ঝড় উঠেছে। সেই রশ্মিকাই এবার পেয়ে গেলেন তাঁর প্রাণের স্বামীকে! গুঞ্জন বলছে, দক্ষিণী অভিনেতা বিজয় দেবারাকোন্ডার সঙ্গেই নাকি সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রশ্মিকা। বছর শেষেই ছাদনাতলায় দেখা যেতে পারে দক্ষিণের এই সুন্দরী অভিনেত্রীকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য