Saturday, December 13, 2025
বাড়িবিনোদনসালমান যে কারণে গণেশপূজা করেন

সালমান যে কারণে গণেশপূজা করেন

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২ সেপ্টেম্বর।। বলিউড অভিনেতা সালমান খানের বাড়ির গণেশপূজার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্ত-অনুরাগীরা দেখে মুগ্ধ হয়েছিলেন। কিন্তু প্রায় ভক্ত-অনুরাগীদের মাঝে প্রশ্ন— ভিনধর্মের হয়েও কেন গণেশপূজা করেন অভিনেতা সালমান? এবার সেই প্রশ্নে যে কথা বললেন সালমানের বাবা চিত্রনাট্যকার-অভিনেতা সেলিম খান। জানালেন খান পরিবারে গণেশচতুর্থী পালনের আসল কারণ।

সালমানের বাড়ির সদর দরজা দিয়ে ঢুকতেই রয়েছে একটি গণেশমূর্তি। গত ১৫ বছর ধরে সেই মূর্তি রয়েছে তাদের বাড়িতে। হিন্দু পরিবারের মেয়ে সুশীলা চরককে বিয়ে করেছিলেন সেলিম খান। বিয়ের পর সুশীলার নাম হয় সালমা খান। তারপরেই কি গণেশপূজার চল তাদের বাড়িতে? সেলিম খান বলেন, তার বিয়ের অনেক আগে থেকেই গণেশপূজা করেন তারা।

সেলিমের বাবার আমল থেকেই এ চল চলে আসছে। ইন্দরের একটি হিন্দু এলাকায় তারা থাকতেন। সেখানে হিন্দু-মুসলিম বলে আলাদা করে কিছুই ছিল না। সম্প্রীতির সঙ্গে সবাই থাকতেন। পরিবারগুলোর মধ্যে খাবারও দেওয়া-নেওয়া হতো। 

সেলিম খান বলেন, হিন্দু-মুসলিমের কোনো ব্যাপারই ছিল না। আমরা সবাই বন্ধু ছিলাম। আমি বরাবরই হিন্দুদের মধ্যে বড় হয়েছি। তাই বিয়ের পরেই গণেশপূজা করছি আমি, বিষয়টি এমন নয়। 

তিনি বলেন, ভিনধর্মে বিয়ে নিয়েও আমার পরিবারের তরফ থেকে কোনো সমস্যা ছিল না। আমার স্ত্রীর পরিবারেরও আপত্তি ছিল না। ওর পরিবারের দূরের এক আত্মীয় সামান্য আপত্তি তুলেছিলেন আমার ধর্ম নিয়ে।

সেলিম খান বলেন, ছোটবেলায় সব বন্ধুও ছিল হিন্দু। স্কুলে মাত্র তিনজন মুসলিম সহপাঠী ছিল। কিন্তু বন্ধুত্ব হয়েছিল হিন্দু সহপাঠীদের সঙ্গেই। হিন্দু আবহে বড় হয়েছেন বলেও সাতপাক ঘুরেই বিয়ে করেছিলেন সেলিম খান। তারপরে নিকাহ করেছিলেন। এই একই মানসিকতা ছেলে সালমানের মধ্যেও রয়েছে বলে জানান এ চিত্রনাট্যকার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য