Saturday, December 13, 2025
বাড়িরাজ্যভারত সফরে ত্রিপুরায় আসলেন বাংলাদেশের হাই কমিশনার

ভারত সফরে ত্রিপুরায় আসলেন বাংলাদেশের হাই কমিশনার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ আগস্ট : ২০২৪ সালের ৮ই আগস্ট বাংলাদেশ ত্যাগ করেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর থেকেই বাংলাদেশের সাথে ভারতের তিক্ততা বাড়ে। সুসম্পর্কে ফাটল ধরে। কিছুদিন পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলেও সম্পর্কের উন্নতি হয়নি। কারণ সে দেশের সংখ্যালঘুদের উপর বাড়ছে নির্যাতন। আক্রান্ত হচ্ছে ধর্মীয় প্রতিষ্ঠান। অথচ সরকারের কোন ভূমিকা নেই। রীতিমতো এর প্রতিবাদে আন্দোলন ছড়িয়ে পড়ে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরায়।

গত কয়েক মাস আগে আগরতলা স্থিত বাংলাদেশ সরকারি হাইকমিশন অফিসে হামলা হয়। পরবর্তী সময়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সার্বিক ব্যবস্থা গ্রহণ করে। বর্তমানে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পর ভারত সফরে ত্রিপুরায় এসেছেন বাংলাদেশের হাইকমিশনার এম. রিয়াজ হামিদুল্লাহর। তিনি রাজ্যে পা রাখতেই মানুষের মুখে মুখে গুঞ্জন তবে কি ভারতের সঙ্গে সম্পর্ক উন্নত করতে চাইছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব এম রিয়াদ হামিদুল্লাহর ভ্রমণসূচিতে নিশ্চিন্তপুরের স্টেশন পরিদর্শনা কর্মসূচিতে এমনটাই মনে হচ্ছে? তবে কি চালু হতে পারে ত্রিপুরা থেকে বাংলাদেশ হয়ে কলকাতা রেল যোগাযোগের।

ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার জনাব এম. রিয়াজ হামিদুল্লাহর শুক্রবার চার দিনের রাজ্য সফরে এলেন।শুক্রবার সকাল সাড়ে এগারোটার নাগাদ আগরতলার অ্যালবার্ট এক্কা পার্কে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। পরবর্তীতে বারোটা ত্রিশ মিনিট নাগাদ তিনি যান আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশন পরিদর্শনে। পরবর্তীতে আজ আগরতলা আই সি পি পরিদর্শন সহ মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কর্মসূচি রয়েছে উনার। আগামীকাল আখাউড়া বর্ডার দিয়ে আশুগঞ্জ বন্দরের পাশাপাশি নিশ্চিন্তপুর রেল স্টেশন পরিদর্শনের ও কর্মসূচি রয়েছে ওনার। সাব্রুম আইসিপি, মৈত্রী সেতু  পরিদর্শন করার পাশাপাশি রাজ্যের রাজ্যপালের সঙ্গে নস্যভুজের কর্মসূচিও রয়েছে। বাংলাদেশের হাইকমিশনারের রাজ্য সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য