স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ আগস্ট : গোলাঘাটি জম্পুইজলা সড়কের জগন্নাথ পাড়ায় পুরনো বিশালাকার গাছ ভেঙে পড়ে রাস্তায়। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে বিশালাকার গাছটি রাস্তায় আছড়ে পড়ে। রাতেই দুর্ঘটনার শিকার হয় কয়েকজন বাইক আরোহী। শুক্রবার সকাল পর্যন্ত বন দপ্তরের দেখা নেই। বাধ্য হয়ে স্থানীয়রা কিছু ডালপালা সরিয়ে ছোট গাড়ি চলাচলের ব্যবস্থা করেন।
কিন্তু বড় গাড়ি চলাচল করতে পারছে না। শেষে পর্যন্ত টি এস আর জওয়ানরা রাস্তা পরিস্কারে হাত লাগায়। দীর্ঘক্ষণ চেষ্টা করে বিশালাকার গাছটি কোনক্রমে খানিকটা সরিয়েছে টিএসআর জওয়ানরা। এরপর থেকে বড় গাড়ি চলাচল শুরু হয়। স্থানীয় প্রান্তোষ দাস নামে এক ব্যক্তি জানান কিছুদিন পরপর গাছ ভেঙে পড়ে রাস্তায়। এছাড়া শুকনো ডালা প্রায়ই ভেঙে পড়ে পথচারীদের ওপর। কখনো গাছ ভেঙে পড়ে ফসলের জমিতে। ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা। সংশ্লিষ্ট দপ্তরের হেলদোল নেই বলে জানান প্রান্তোষ দাস। এছাড়া প্রায়ই গোলাঘাটি বাজারে রাস্তার দু’পাশে থাকা বিশালাকার গাছ এবং ডালা ভেঙে পড়ে। এ বিষয়ে ব্যবসায়ী হরিধন দাস জানান ১৯৯০ সালে গাছ লাগানো হয়েছিল।
এখন গাছগুলো বিশালাকৃতির হয়েছে। কখনো গাছ ভেঙে পড়ে আবার কখনো ডালা ভেঙে পড়ে। আহত হয় ক্রেতা বিক্রেতারা। অজানা আতঙ্কে রয়েছে ব্যবসায়ীরা। অনেক সময় বাজারে হরিনাম সনকীর্তনে রান্নার জন্য শুকনো ডালা নিতে গেলে বাধা দেয় বন দপ্তর। কিন্তু গাছগুলি নিয়ে কোন রকম উদ্যোগ গ্রহণ করছে না বলে জানান। তবে এটা বলার অপেক্ষা রাখে না চারিদিকে বৃক্ষ নিধন হচ্ছে। এই সময়ে এই গাছগুলিও বড় ভূমিকা পালন করছে পরিবেশকে নির্মল রাখার জন্য। তাই এই গাছগুলি একেবারে না কেটে ডাল ছেঁটে দিয়ে রাখার মত বন্দোবস্ত করা যেতে পারে। তাহলে কোনরকম বিপদের আশঙ্কা নেই বলে মনে করে সচেতন নাগরিক।

