Saturday, December 13, 2025
বাড়িরাজ্যবিজেপি-র বাজার সভার আগেই আক্রমণ মথার

বিজেপি-র বাজার সভার আগেই আক্রমণ মথার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ জুলাই : আশারামবাড়ির পর থমথমে জম্পুইজলা। বৃহস্পতিবার বিজেপি আয়োজিত বাজার সভা শুরু হওয়ার আগে আক্রমণ চালায় তিপরা মথার কর্মীরা বলে অভিযোগ। ঘটনায় আহত একাধিক বিজেপি কর্মী সমর্থক। বৃহস্পতিবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা জম্পুইজলা বাজারে তীব্রতা উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ শাসক দলের শরিক তিপরা মথা দলের কর্মীদের বিরুদ্ধে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন বিজেপি -র সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা, মন্ডল সভাপতি নির্মল দেববর্মা সহ অন্যান্য কার্যকর্তরা। যারা আহত হয়েছেন তাদের সাথে সাথেই উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে বিজেপি -র সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা জানান, আগামী ৯ আগস্ট আগরতলা শহরে জনজাতি সমাবেশ করা হবে। এ উপলক্ষে একটি বাজার সভার আয়োজন করা হয়েছিল।

কিন্তু বাজারসভা শুরু হওয়ার আগেই বিজেপি কর্মী সমর্থকদের মারধর করে হাসপাতাল পাঠায় গুন্ডাবাহিনীরা। এই গুন্ডা বাহিনীরা এ রাজ্যের বাসিন্দা কিনা সেটা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ দেখা যাচ্ছে এ ডি সি -র মধ্যে অন্য কোন রাজনৈতিক দল কর্মসূচি করতে পারছে না। এটা অত্যন্ত নিন্দনীয় বলে দাবি করে উর্দ্ধতন কর্তৃপক্ষের গোচরে আনো হবে বলে জানিয়েছেন তিনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য