Saturday, December 13, 2025
বাড়িরাজ্যদুর্ঘটনায় মৃত্যু টি এস আর সহ চারজনের, ঘটনাস্থল পরিদর্শনে গেলেন পুলিশ আধিকারিক

দুর্ঘটনায় মৃত্যু টি এস আর সহ চারজনের, ঘটনাস্থল পরিদর্শনে গেলেন পুলিশ আধিকারিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ জুলাই : বুধবার রাতে কৈলাশহরের চিরাকুটি এলাকায় ঘটে যায় ভয়াবহ যান দুর্ঘটনা। জানা যায় বুধবার রাত আনুমানিক ১২ টা নাগাদ কৈলাশহরের চিরাকুটি এলাকায় রাস্তার পাশে একটি পুলিশের গাড়ি দাড় করানো অবস্থায় ছিল। সেই সময় কুমারঘাটের দিক থেকে একটি ইনোভা গাড়ি মাত্রারিক্ত গতিতে এসে পুলিশের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এবং ইনোভা গাড়িটি রাস্তার পাশের একটি ড্রেইনে গিয়ে পরে যায়। এতে ইনোভা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় এক টিএসআর জওয়ানের।

পাশাপাশি গুরুতর ভাবে আহত হয় আরও এক টিএসআর জওয়ান। অপরদিকে ইনোভা গাড়িতে থাকা তিন জনের মধ্যে এক জনের মৃত্যু হয় ঘটনাস্থলে। গুরুতর ভাবে আহত হয় অপর দুই জন। ঘটনার পর দমকল বাহিনীর কর্মীরা আহত ও নিহত সকলকে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যায়। ঊনকোটি জেলা হাসপাতালের এমএস ডাক্তার রোহণ পাল জানান যাদেরকে হাসপাতালে নিয়ে আশা হয়েছে তাদের মধ্যে টিএসআর মিলন দেববর্মা ও অপর একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আশা হয়েছে। বাকি তিন জনের মধ্যে আহত টিএসআর জওয়ান মতিলাল শর্মাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি দুই জনের মধ্যে এক জনের মৃত্যু হয় ঊনকোটি জেলা হাসপাতালে। অপর এক জনকে শিলচর রেফার করা হয়। কিন্তু মাঝ রাস্তায় তারও মৃত্যু হয়েছে।

মৃতরা হল কৈলাশহরের ভগবান নগর এলাকার সাজাদ আলী, আক্তার আলী, বনবীর শব্দকর ও খোয়াইর বাসিন্দা টিএসআর জওয়ান মিলন দেববর্মা। বৃহস্পতিবার দুপুরে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন ডিআইজি নর্দান রতি রঞ্জন দেবনাথ। সাথে ছিলেন ঊনকোটি জেলার পুলিশ সুপার, কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, কৈলাসহর থানার ওসি তাপস মালাকার সহ অন্যান্যরা। দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর ডিআইজি নর্দান রতি রঞ্জন দেবনাথ জানান দুর্ঘটনাগ্রস্ত পুলিশের গাড়িটি নৈশ ডিউটিতে থাকা পুলিশ কর্মীদের নিয়ে বেড়িয়েছিল। চিরাকুটি এলাকায় যাওয়ার পর গাড়িটির যান্ত্রিক সমস্যা দেখা দেয়। গাড়িটি সারাই করা হচ্ছিল। সেই সময় কুমারঘাটের দিক থেকে ইনোভা গাড়িটি দ্রুত গতিতে এসে পুলিশের গাড়িটিতে ধাক্কা মারে। পাশাপাশি টিএসআর জওয়ান মিলন দেববর্মাকে সজোরে ধাক্কা মারে। পুলিশের গাড়িতে ধাক্কা মারার ফলে আরও দুইজন আরক্ষা কর্মী আহত হয়েছে।বৃহস্পতিবার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুইটিকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। পাশাপাশি ময়না তদন্তের পর মৃতদের দেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে একদিকে যেমন শোঁকের ছায়া নেমে এসেছে, তেমনি অপরদিকে চাঞ্চল্য দেখা দিয়েছে চিরাকুটি এলাকায়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য