স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩১ জুলাই : বৃহস্পতিবার ভোরে যাত্রাপুর থানার অন্তর্গত বাঁশপুকুর এলাকায় বিপুল পরিমাণে মাদকদ্রব্য উদ্ধার করল যাত্রাপুর থানার পুলিশ। এদিন পুলিশ ও শালপুকুর বিওপির বিএসএফ -এর যৌথ অভিযানে প্রায় ১৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ তিনজনকে গ্রেফতার করে। ধৃতরা হলো সরবরাহ আহমেদ, নজরুল ইসলাম ও জুবেদ। পুলিশ জানায় আটক করা ইয়াবা ট্যাবলেটের আনুমানিক কালো বাজারি মূল্য কোটি টাকারও বেশি। পুলিশ একটি সন্দেহভাজন গাড়ি আটক করে। যার উপর কোনও বৈধ নম্বর প্লেট ছিল না। গাড়িটি চোরা চালানের জন্য ব্যবহার করা হয় বলে পুলিশের ধারণা। তবে এই রাস্তা দিয়ে প্রতিদিন নেশা সামগ্রী পাচার হয় বলে এলাকাবাসীর দাবি। অথচ পুলিশ প্রশাসন মুখে কুলুপ এঁটে রেখেছে।

