স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুলাই : রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১২৪ তম মন কি বাত শ্রবন করলেন সাংসদ বিপ্লব কুমার দেব। এদিন রাজধানীর বর্ডার গোল চক্কর এলাকার ১৮ নং বুথের সৃষ্টি ক্লাব প্রাঙ্গণে মন কি বাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সাত রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য নেতৃত্ব। সেখানে সাংসদ বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী মন কি বাত শ্রবণ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, মন কি বাত পর্ব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার শোনা উচিত। বিশেষ করে সবার আগে কমিউনিস্টদের শোনা উচিত। কারণ কমিউনিস্টরা কাজ করে না।
তারা বিনা কাজে মানুষকে শোষন করে ক্যাডার বানায়। তিনি আরো বলেন কোন ব্যক্তি যখন কাজ করবে না তখন পরিপূর্ণ ব্যক্তিত্ব হতে পারে না। তাই পরিপূর্ণ ব্যক্তিত্ব ঘটাতে মন কি বাত শ্রবণ করা প্রয়োজন কমিউনিস্টের নেতাদের। তিনি বলেন কমিউনিস্টদের অন্তিম চেহারা হলো উগ্রপন্থা। তারাই উগ্রপন্থী। সম্প্রতি দেশের মধ্যে কোন জায়গায় উগ্রপন্থি নিকেশ হলে সে বিষয় নিয়ে বিবৃতি জারি করেছেন কমিউনিস্টের নেতারা। এবং তারা এর নিন্দাও জানিয়েছেন। কিন্তু যেসব উগ্রপন্থী দেশের মানুষকে মেরেছে তাদের নিকেশ করার পর কমিউনিস্টদের বিবৃতি অত্যন্ত নিন্দনীয় বলে জানান তিনি। বিহারে ভুয়ো ভোটার বাদ দেওয়ার বিষয়ে সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে সাংসদ বলেন, সেটা নির্বাচন কমিশনের দায়িত্ব। এটা ভারতীয় জনতা পার্টির দায়িত্ব নয়।
কিন্তু এটা নিয়ে বিরোধীদের ভীমরতি ধরেছে। যার কারনে তারা সাত দিন ধরে পার্লামেন্ট চলতে দিচ্ছে না। তিনি প্রশ্ন তুলেন, যারা পাকিস্তান, বাংলাদেশ থেকে রাতের অন্ধকারে ভারতে আসছে তারা কেন ভোটাধিকার পাবে? আর এটা দেশবাসীর স্বার্থে করা হয়। বাংলাভাষীদের বাংলাদেশী বলে তকমা দিচ্ছে বিভিন্ন রাজ্যে, এই প্রশ্নের উত্তরে সংবাদ মাধ্যমকে বিপ্লব কুমার দেব বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে ভীমরতি ধরেছে, কারণ উনার বয়স হয়েছে। উনার পার্টি কি জাতীয় পার্টি ? টিপ্পনি মেরে বলেন তৃণমূল কংগ্রেস অন্তঃ রাষ্ট্রীয় পার্টি! তিনি আরো বলেন, ভারতবর্ষে বাক স্বাধীনতা আছে বলে মমতা বন্দ্যোপাধ্যায় যা খুশি তা বলবে সেটা চলবে না। দেশের বাইরে যা হচ্ছে সেটা হাড় হিম করে দেওয়ার মত। সুতরাং এগুলি বলে লাভ নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের। এমনটাই বললেন সাংসদ বিপ্লব কুমার দেব।

