স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ জুলাই : গত কয়েকদিন ধরে বিদ্যুৎ মাশুল বৃদ্ধি এবং পাইপলাইন গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে যখন আন্দোলন চলছে তখন সরকার সাধারণ মানুষের রাগ ক্ষোভ উপেক্ষা করে বৃদ্ধি করেছে জলের মাশুল। আগরতলা পুর নিগম, পুর পরিষদ, পঞ্চায়েত এলাকা সহ বাণিজ্যিক সংযোগের ক্ষেত্রে এবং ত্রিপুরা জল বোর্ডের পঞ্চম বোর্ড সভার অনুমোদনক্রমে জলের মাশুল বৃদ্ধি করা হয়েছে। বিবৃতি অনুযায়ী প্রতি মাসে ৪০ টাকা থেকে বৃদ্ধি করে গত জুন মাসের ১ তারিখ থেকে ৬০ টাকা করে জল মাশুল করা হয়েছে আগরতলা পুর নিগম, রাজ্যের বিভিন্ন পুর পরিষদ এবং নগর পঞ্চায়েত এলাকার জন্য।
বাণিজ্যিক সংযোগের জন্য জলের মাশুল পরিবর্তন করা হয়নি। তবে বিদ্যমান অনুমোদিত সংযোগ নিয়মিতকরণের জন্য মাশুল ১০০০ টাকা থেকে বৃদ্ধি করে দেড় হাজার টাকা করা হয়েছে। জলের মাশুল বৃদ্ধির বিষয় নিয়ে এবার জনগণ আরো অসন্তুষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, পানীয় জলের দাবিতে প্রতিনিয়ত জাতীয় সড়ক থেকে শুরু করে অলিগলি অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হচ্ছে। কিন্তু পরিকাঠামোগত উন্নয়ন না করে সরকার গুরুত্ব দিচ্ছে জলের মাশুল বৃদ্ধি করার দিকে। এমনটাই ধারণা সাধারণ মানুষের।

