স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ জুলাই : রবিবার সকালে খোয়াই মহকুমার উত্তর দুর্গানগরের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার হয়। জানা যায়, এদিন সকালে এলাকাবাসী একটি প্রাণী দেখতে পান। এর গতিবিধি দেখে এলাকাবাসী খোয়াই বন দপ্তরের কর্মীদের খবর দেন।
পরে বন দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে লজ্জাবতী বানরটি উদ্ধার করেন। বন দপ্তরে কর্মীর ঘটনাস্থলে পর্যবেক্ষণ শুরু করে। জানা গেছে, উদ্ধার হওয়া বিরল প্রজাতির লজ্জাবতী বানরটি উদ্ধার করে খোয়াই বনদপ্তরের কার্যালয়ে নিয়ে আসে। বন দপ্তরের হেফাজতে তাদের চিকিৎসা ও পর্যবেক্ষণের ব্যবস্থা করা হবে। পরে খোয়াই মহকুমা বনদপ্তরের আধিকাধিকার নির্দেশ অনুসারে এই বিরল প্রজাতির লজ্জাবতী বানরটিকে গভীর জঙ্গলে ছাড়া হবে।

