স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৮ জুন : প্রদেশ কংগ্রেস এসি ডিপার্টমেন্টের সদর জেলার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার। প্রদেশ কংগ্রেস ভবনে অনুষ্ঠিত হয় এই বৈঠক। সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, এসসি ডিপার্টমেন্টের চেয়ারম্যান নিরঞ্জন দাস সহ অন্যান্যরা। সদর জেলার চারটি বিধানসভা কেন্দ্রে নিজেদের সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পাশাপাশি সারা রাজ্য জুড়ে মোট ১০ টি এস সি সংরক্ষিত আসনে নিজেদের শক্তি বৃদ্ধি করার বিষয় নিয়ে এইদিনের বৈঠকে আলোচনা হয়।
প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান ভারতের জাতীয় কংগ্রেসের দাবি মেনে দেশের সরকার জাতি গত জাত গণনার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। জাতি গত জাত গণনা বর্তমানে দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বভারতীয় জাতীয় কংগ্রেস সভাপতি ও রাহুল গান্ধী সমগ্র দেশে জনমত প্রতিষ্ঠিত করে যখন এগিয়ে যাচ্ছিলেন, তখনই বর্তমান সরকার জাতি গত জাত গণনার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে দ্রুততার সাথে জাতি গত জাত গণনার কাজ সম্পন্ন করার জন্য।

