স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মার্চ :বড়সড় অগ্নিকাণ্ড থেকে অল্পেতে রক্ষা পেল বিশালগড় কড়ইমুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়। ঘটনার বিবরণে জানা যায় শনিবার সকালে বিদ্যালয়ের পাকা ভবনের পাশে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখতে পায় স্থানীয়রা। সাথে সাথে দমকল কর্মীদের খবর দেয়।
দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বিদ্যালয়ের তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। কিন্তু কিভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে সে বিষয়ে কেউ কিছু বলতে পারত না। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।