স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৪ মার্চ :শনিবার ভোর চারটা নাগাদ মৃত্যুর কোলে ঢলে পড়লেন বামফ্রন্টের শ্রমিক নেতা চঞ্চল মজুমদার। প্রয়াত শ্রমিক নেতার মরদেহ এদিন দুপুরবেলা নিজ বাড়ি থেকে নিয়ে আসা হয় রাজধানীর মোটর স্ট্যান্ড স্থিত টি এম এস ইউ কার্যালয়ে।
সেখান থেকে সিপিআইএমের রাজ্য কার্যালয়ে আনা হয় মরদেহ, তারপর মরদেহ নিয়ে আসা হয় সি আই টি ইউ রাজ্য কার্যালয়ে। সিপিআইএম রাজ্য কার্যালয়ে মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বামফ্রন্টের আহ্বায়ক নারায়ণ কর, সি আই টি ইউ রাজ্য সভাপতি মানিক দে, সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সহ অন্যান্য নেতৃত্ব। প্রয়াত নেতৃত্বে পরিবারের প্রতি সমবেদনা জানান।