Wednesday, May 21, 2025
বাড়িবিশ্ব সংবাদআতঙ্কে চাকরি ছাড়ছেন আমেরিকার ভারতীয় পড়ুয়ারা

আতঙ্কে চাকরি ছাড়ছেন আমেরিকার ভারতীয় পড়ুয়ারা

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ০৯ ফেব্রুয়ারি : ক্ষমতায় আসার পর ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসী হঠাও নীতিতে চরম বিপাকে ভারতীয় পড়ুয়ারা। বিরাট সংখ্যায় পার্ট টাইম চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন এই সব পড়ুয়ারা। অথচ আমেরিকায় থেকে নিজের খরচ ও পড়াশুনোর খরচ চালাতে এই পার্ট টাইম চাকরিই একমাত্র ভরসা পড়ুয়াদের। ট্রাম্পের কড়াকড়ির জেরে চাকরি ছাড়তে বাধ্য হওয়ায় স্বাভাবিকভাবেই বিপাকে পড়ছেন ভারতীয় পড়ুয়ারা।

নিয়ম অনুযায়ী পড়াশুনোর জন্য যদি কোনও পড়ুয়া আমেরিকা যেতে চান সেক্ষেত্রে তাঁকে দেওয়া হয় F-1 ভিসা। তবে গত এক বছর ধরে সেই ভিসা দেওয়া ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে সরকার। মার্কিন বিদেশমন্ত্রকের তথ্য অনুযায়ী ২০২৩ সালে যেখানে এক লক্ষের বেশি মার্কিন ভিসা দেওয়া হয়েছিল। ২০২৪ সালে তা কমে হয়েছে মাত্র ৬৪ হাজার। সেখানকার চাকরির বাজারেও পড়েছে কোপ। যে কোনও চাকরিতে বিদেশিদের না নিয়ে সেখানকার অধিবাসীদের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে।

নিয়ম অনুযায়ী, আমেরিকায় F-1 ভিসা পাওয়া পড়ুয়াদের সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করার নিয়ম। তাও আবার সেখানকার কলেজে ভর্তির পর প্রথম এক বছরের জন্য তার মেয়াদ থাকে। পরে আবার চাকরির জন্য প্রশাসনের কাছে অনুমতি নিতে হয়। তবে বাস্তবে সে নিয়ম পালিত হয় না। আর সেই সূত্র ধরে বিদেশি পড়ুয়াদের উপর পড়ছে রাষ্ট্রের কোপ। বিভিন্ন রেস্তোরাঁ, পেট্রোল পাম্পের মতো জায়গায় গিয়ে খোঁজ খবর শুরু করেছে পুলিশ। সেখানে কোনও বিদেশি পড়ুয়া পার্ট টাইম চাকরি করছেন কিনা? যদি করে থাকেন সেখেত্রে তাঁর সমস্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে। কোথাও কোনও খামতি থাকলে নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে। যার জেরে চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন পড়ুয়ারা। আমেরিকায় থাকা এক ভারতীয় পড়ুয়া সংবাদমাধ্যমকে বলেন, “পরিস্থিতি অত্যন্ত জটিল আকার নিয়েছে। আমি ভাবতে পারিনি এখানে চাকরি পাওয়া এতটা কঠিন হয়ে উঠবে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর স্থানীয়দের অগ্রাধিকার ও ভিসা প্রাপ্তির ক্ষেত্রে ব্যাপক কড়াকড়ি সমস্যা বাড়িয়েছে আমাদের।”.

উল্লেখ্য, আমেরিকায় পড়তে যাওয়ার জন্য বেশিরভাগই লক্ষ লক্ষ টাকা ব্যাঙ্কের ঋণ নিয়ে সেখানে যান। কাজ ছাড়ার ফলে সেই সব ভারতীয় পড়ুয়ারা চরম আর্থিক দুর্ভোগে পড়েছেন। এদিকে অবৈধ অভিবাসী নীতিতে ব্যাপক ধড়পাকড় শুরু হয়েছে আমেরিকায়। শতাধিক ভারতীয়কে বিমানে ফেরত পাঠানোর পাশাপাশি জানা গিয়েছে, ৪৮৭ জন ভারতীয়কে ফেরত পাঠাবে ট্রাম্পের সরকার। ইতিমধ্যেই সে দেশের জেলখানায় বন্দি রয়েছেন বহু ভারতীয়। টালমাটাল এই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কিত সেখানে থাকা ভারতীয় পড়ুয়ারা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!