স্যন্দন প্রতিনিধি। আগরতলা। ১৯ জানুয়ারি : রাজধানীর আশ্রম চৌমুহনী নাকা পয়েন্ট সংলগ্ন এলাকায় রাস্তার ড্রেন থেকে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় রবিবার। বয়স আনুমানিক ৬০ উর্ধ্ব হবে। রবিবার বিকেলে মৃতদেহটি পড়ে থাকতে দেখে পথচারীরা।
খবর দেয় পূর্ব আগরতলা থানা পুলিশকে। ঘটনাস্থলে আগরতলা পূর্ব থানার পুলিশ ছুটে আসে। সংবাদ লেখা পর্যন্ত মৃত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে পাঠিয়েছে।