স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : ত্রিপুরা স্টেট গভঃ আন্ডার টেকিং ই পি এফ পেনশনার এসোসিয়েশনের অন্তর্গত টি আর টি সি পেনশনেরদের বড়সড় জয় মিললো। রবিবার ইন্ডিয়া রেড ক্রস সোসাইটির কনফারেন্স হলে এক আলোচনা সভায় এ বিষয়ে বিস্তারিত জানান ইপিএফপিএ -এর সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র মজুমদার। তিনি বলেন, উচ্চ আদালতের রায়ে ১৯৯৫ থেকে আর টি সি তে লিভঃ সেলারি দিতে বাধ্য হল রাজ্য সরকার ও টি আর টি সি কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে এই বঞ্চনার কারণে ভুগছিলেন।
এখন পর্যন্ত অনেকের মৃত্যু হয়েছে। তারা আদালতের এই রায় এবং সফলতা দেখে যেতে পারেনি। আজকে আলোচনা সভার মধ্য দিয়ে উচ্চ আদালতের রায়কে সম্মান জানানো হচ্ছে। তারপরও রাজ্য সরকার ও কর্তৃপকক্ষের কাছে দাবী জানানো হচ্ছে যেভাবে পেনশনেররা অনাহারে অধ্যাহারে মেয়ের বিয়ে, বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে তাদের লিভ স্যালারি দিয়ে দেয়ার জন্য।