স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ডিসেম্বর : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার উদ্যোগে এবং হেপাটাইটিস ফাউন্ডেশান অফ ত্রিপুরার সহযোগিতায় অনুষ্ঠিত হয় স্বাস্থ্য শিবির। রাজধানীর জগন্নাথ বাড়ি রোড স্থিত ত্রিপুরা স্টুডেন্ট হেলথ হোমে এই স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার প্রদীপ ভৌমিক। ডাক্তার প্রদিপ ভৌমিক জানান স্টেট ব্যাঙ্কে কর্মরত সকল কর্মী ও স্টেট ব্যাঙ্কের অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য এই স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে। এই স্বাস্থ্য শিবির গতানুগতিক স্বাস্থ্য শিবির নয়।
এই স্বাস্থ্য শিবিরে স্বাস্থ্য পরীক্ষার নিরীক্ষার পর ঔষধও প্রদান করা হচ্ছে। এছাড়াও এই স্বাস্থ্য শিবিরে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। অসুস্থ হলে মানুষ হাসপাতালে যায় এবং চিকিৎসা পরিষেবা গ্রহণ করে। কিন্তু অসুস্থ হওয়ার আগে স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত জরুরী। তিনি আরও বলে বর্তমানে কাজের চাপে মানুষ মানসিক ভাবে অনেকটা চাপে থাকে। মানসিক ভাবে চাপ মুক্ত থাকতে পারলে অনেক গুলি রোগ থেকে মুক্ত থাকা যায়। মানুষ স্বাস্থ্যের বিষয়ে সচেতন হলে তবেও রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা হ্রাস পাবে।