Tuesday, December 17, 2024
বাড়িরাজ্যপর্যটন দপ্তরের কর্মীদের অভিনন্দন জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

পর্যটন দপ্তরের কর্মীদের অভিনন্দন জানালেন মন্ত্রী সুশান্ত চৌধুরী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ ডিসেম্বর : শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে পর্যটন দপ্তরের উদ্যোগে আয়োজিত ত্রিপুরা ট্যুরিজম প্রোমো ফেস্ট ২০২৪। গত তিন ডিসেম্বর থেকে শুরু হয়েছিল এই প্রোমো ফেস্ট। সেদিন নারিকেল কুঞ্জে মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে এই অনুষ্ঠানের সূচনা হয়েছিল। তারপর ধাপে ধাপে নীরমহল, জম্পুই হিলে এই অনুষ্ঠান হয়। প্রধান অনুষ্ঠানটি হয় স্বামী বিবেকানন্দ ময়দানে। ১৪ ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীত তারকা শ্রেয়া ঘোষাল।

অগণিত দর্শক বিবেকানন্দ ময়দান চত্বরে ভিড় জমিয়ে ছিল অনুষ্ঠান দেখার জন্য। রাজ্যের মানুষ এই অনুষ্ঠানে আনন্দিত হয়েছে। এবং এই অনুষ্ঠান ঘিরে এখন পর্যন্ত কোন ধরনের অনভিপ্রেত ঘটনার খবর নেই। পর্যটন দপ্তরের কর্মীদের নিরলস প্রচেষ্টায় অনুষ্ঠান সঠিকভাবে পরিচালনা হয়েছে। তাই মঙ্গলবার পর্যটন দপ্তরের অধিকর্তার কক্ষে গিয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী দফতরের অধিকর্তা সহ অন্যান্য কর্মীদের সাথে বৈঠক করে সমস্ত কর্মীদের অভিনন্দন জানান। আগামী দিন আরো বৃহৎ পরিসরে এই ধরনের অনুষ্ঠান করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি আরো বলেন, আগামী দিন গোটা বিশ্ব থেকে পর্যটকদের ত্রিপুরায় আনার জন্য এমন অনুষ্ঠান আরো বড় ভাবে করার উদ্যোগ নেওয়া হবে। কারণ পর্যটকরা ত্রিপুরায় আসলে ত্রিপুরার অর্থনৈতিক সহ বিভিন্ন দিক দিয়ে আরো বেশি উন্নত হবে। এমনটাই অভিমত ব্যক্ত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য