Tuesday, December 17, 2024
বাড়িখেলাচ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবার ধাক্কা পাকিস্তানের

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আবার ধাক্কা পাকিস্তানের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৭ ডিসেম্বরঃ চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। আনুষ্ঠানিক ভাবে সূচি এখনও প্রকাশিত হয়নি। তার আগে আবার ধাক্কা খেল পাকিস্তান। শোনা যাচ্ছে, ম্যাচ আয়োজনের দায়িত্ব হারাতে পারে রাওয়ালপিন্ডি স্টেডিয়াম।

সূচি ঘোষণা না হলেও চ্যাম্পিয়ন্স ট্রফি যে ‘হাইব্রিড মডেলে’ হবে, তা নিশ্চিত। অর্থাৎ ভারত তাদের ম্যাচগুলি খেলবে দুবাইয়ে। যদি ফাইনালে ওঠে সেটিও দুবাইয়ে হবে। তার বদলে আগামী তিন বছর পাকিস্তান আইসিসি-র আয়োজিত কোনও প্রতিযোগিতা খেলতে ভারতে আসবে না। এটিকে ‘ফিউশন ফর্মুলা’ বলা হচ্ছে।

রাওয়ালপিন্ডি ছাড়াও পাকিস্তানের করাচি এবং লাহোর, এই তিনটি স্টেডিয়ামে খেলা হওয়ার কথা। যে হেতু এখন দুবাইয়েও ম্যাচ হবে, তাই বাড়তি একটি স্টেডিয়ামে ম্যাচ করতে গেলে সম্প্রচারকারীদের খরচ বাড়বে। যাতায়াতও একটা সমস্যা। তাই রাওয়ালপিন্ডি স্টেডিয়ামকে বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে। সে ক্ষেত্রে করাচি, লাহোর এবং দুবাইয়ে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ।
পাকিস্তানের কাছে এটি ধাক্কা। কারণ রাওয়ালপিন্ডি স্টেডিয়াম নতুন করে সাজিয়ে তুলতে ইতিমধ্যেই প্রচুর অর্থ খরচ করে ফেলেছে তারা। স্টেডিয়ামের কাজও শেষ পথে। কিছু দিন আগেই আইসিসি এবং পিসিবি-র কর্তারা স্টেডিয়াম ঘুরে দেখে গিয়েছেন। এখন ম্যাচ বাতিল করা হলে স্থানীয় সমর্থকেরাও খেলা দেখা থেকে বঞ্চিত হবেন।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য