স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ ডিসেম্বর : প্রায় ৪৯৮ টি শূন্য পদ তৈরি করে পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হল রাজ্যের মন্ত্রী সভার বৈঠকে। মন্ত্রী সভার বৈঠকের পর মঙ্গলবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরীর।
তিনি বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে ১৬১ টি শূন্যপদ তৈরি করা হয়েছে। এই শূন্য পদ গুলি পূরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শূন্য পদ গুলি হল ফিজিওথেরাপিস্টের আটটি, ডেন্টাল টেকনিশিয়ান চারটি, ই সি জি টেকনিশিয়ান ১৪ টি, কম্পিউটার টেকনিশিয়ান চারজন, রেডিওগ্রাফার ২৯ টি, জুনিয়র স্টোর কিপার ৯ টি, অতর্টিক ১ টি, রেহেভিস্টেশনের ১ টি, পিস্ট থেরাপিস্ট ২ টি, ক্যাটালোগার ১ টি, রিহ্যাবিটেশন এসিস্টেন্ট ১ টি, ওটি অ্যাসিস্টেন্ট সাত টি, ওয়াড মাস্টার তিনটি, ডেসার ছয়টি, অপটোমেটিক্স ১৯ টি, প্লাস্টার টেকনিশিয়ান ছয় টি, লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট একটি, কার্পেন্টার একটি, জুনিয়র ইঞ্জিনিয়ার এক টি, মাল্টি রিহ্যাবিলিটেশন এক টি সহ বিভিন্ন পদে ১৬১ টি নিয়োগ করা হবে। সারারাজ্যে বিভিন্ন জেলা থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালে দায়িত্ব দেওয়া হবে। সংশ্লিষ্ট দপ্তর পরীক্ষার মাধ্যমে শূন্য পদ গুলি পূরণ করবে। অপরদিকে শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীন ৯৬ টি শূন্যপদ তৈরি করে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পদগুলি হল এক্সটেনশন অফিসার ৬ টি, ফিল্ডে এসিস্টেন্ট ৩৮ টি, সিনিয়র ইন্সট্রাক্টর ২৫ টি, স্টোর কিপার চারটি এবং ড্রাইভার ছয়টি।
এগুলি দপ্তর থেকে নিয়োগ করা হবে। এছাড়াও ২৪১ টি এলডিসি শূন্য পদ তৈরি করা হয়েছে এবং একই সাথে পূরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবং এগুলিও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের জন্য পূরণ করা হবে। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের এলডিসি জন্য তৈরি করা শূন্য পদ গুলি কিভাবে পূরণ করা হবে সে সম্পর্কে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। মন্ত্রী আরো জানিয়েছেন, স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ প্রক্রিয়া চলছে। নিয়োগ প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। তাদের বেতন প্রথম অবস্থায় ধার্য করা হয়েছিল ১১,০০০ টাকা। বর্তমানে মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে তাদের বেতন হবে ১৩ হাজার টাকা। এবং খুব শীঘ্রই ৬ হাজার ৬৭ জন স্পেশাল এক্সিকিউটিভ নিয়োগ করা হবে বলে জানিয়েছে তিনি।