Thursday, December 26, 2024
বাড়িবিশ্ব সংবাদগাজায় নিহত আরও প্রায় ৪০, যুদ্ধবিরতির আলোচনায় হামাসের পাশে মিশর

গাজায় নিহত আরও প্রায় ৪০, যুদ্ধবিরতির আলোচনায় হামাসের পাশে মিশর

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৩০ নভেম্বর:   গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় এক রাতেই কমপক্ষে ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শুক্রবার এই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।এদিকে শুক্রবার গাজায় ফিলিস্তিনি গোষ্ঠী হামাসের কর্মকর্তারা যুদ্ধবিরতি নিয়ে নতুন দফা আলোচনার জন্য কায়রো যাচ্ছেন বলে জানিয়েছে রয়টার্স।চিকিৎসকরা জানিয়েছেন, তারা নুসেইরাতের উত্তরাঞ্চল থেকে নিহত ১৯ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করেছেন।পরে শুক্রবার উত্তর গাজার বেইত লাহিয়ার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১০ ফিলিস্তিনি নিহত হন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

অন্যরা গাজা উপত্যকার উত্তর ও দক্ষিণাঞ্চলে নিহত হয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে নতুন করে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে বৃহস্পতিবার তারা বলেছে, তাদের বাহিনী গাজা উপত্যকায় অভিযান পরিচালনার অংশ হিসেবে হামাসের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত রেখেছে।চিকিৎসক ও স্বজনরা রাস্তায় পড়ে থাকা নারীসহ মৃতদেহগুলো কম্বল বা সাদা কাফন দিয়ে ঢেকে স্ট্রেচারে করে নিয়ে যান বলে জানিয়েছে তারা।

এদিকে চিকিৎসকরা জানিয়েছেন, শুক্রবার গাজা উপত্যকার উত্তর প্রান্তে বেইত লাহিয়ার কামাল আদওয়ান হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের প্রধান আহমেদ আল-কাহলাউতকে একটি ইসরায়েলি ড্রোন হামলায় নিহত হয়েছেন।এই হত্যার ব্যাপারে রয়টার্সের পক্ষ থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা বলেছে, এই হামলার বিষয়ে তারা অবগত নয়।এদিকে, ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।

ফের যুদ্ধবিরতির চেষ্টা

শুক্রবার রাতে হামাসের দুই কর্মকর্তা রয়টার্সকে জানান, মিশরীয় কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য হামাসের একটি প্রতিনিধি দল শনিবার কায়রো পৌঁছাবে।গাজায় যুদ্ধবিরতি আলোচনা পুনরায় উত্থাপিত করতে কাতার, মিশর ও তুরস্কের সঙ্গে নতুন করে প্রচেষ্টা শুরু করবে যুক্তরাষ্ট্র।যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য কয়েক মাসের প্রচেষ্টায় খুব কম অগ্রগতি হয়েছে এবং আলোচনা এখন স্থগিত রয়েছে।এদিকে ইসরায়েল ও লেবাননে হামাসের মিত্র হিজবুল্লাহর মধ্যে বুধবার ভোরের আগে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে।

মঙ্গলবার লেবাননে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণার সময় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তিনি এখন গাজায় যুদ্ধবিরতি চুক্তির জন্য আবারও নতুন করে চেষ্টা শুরু করবেন।ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসকে নির্মূল করার লক্ষে গাজায় ইসরায়েলি অভিযানে প্রায় ৪৪ হাজার ৩০০ মানুষ নিহত এবং ছিটমহলের প্রায় সব জনগোষ্ঠী অন্তত একবার হলেও বাস্তুচ্যুত হয়েছে বলে গাজার কর্মকর্তারা জানিয়েছেন। অঞ্চলটি বর্তমানে বিস্তীর্ন অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য