Friday, December 27, 2024
বাড়িখেলাকার্ভাহাল ও ভাস্কেসের পর ‘বিশ্বের সেরা রাইট-ব্যাক’ ভালভের্দে

কার্ভাহাল ও ভাস্কেসের পর ‘বিশ্বের সেরা রাইট-ব্যাক’ ভালভের্দে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ নভেম্বর:  আগেও নানা সময়ে জোড়াতালি দিয়ে রক্ষণভাগ চালাতে হয়েছে আনচেলত্তিকে। গত দুই মৌসুমে নানা জনের চোটে অহেলিয়া চুয়ামেনি, এদুয়ার্দো কামাভিঙ্গাসহ নানা জনকে রক্ষণে খেলিয়েছেন তিনি। নিজের পজিশন ছেড়ে রক্ষণ সামলাতে হয়েছে ভালভের্দেকেও। রোববারের ম্যাচেও যেমনটি করতে হলো তাকে।একগাদা ডিফেন্ডারের চোটের কারণে একাডেমির ফুটবলার রাউল আসেন্সিওকে নিয়মিতই এখন সেন্ট্রাল ডিফেন্সে খেলাচ্ছেন আনচেলত্তি। লেগানেসের বিপক্ষে রোববার রাইট-ব্যাক হিসেবে খেলান তিনি ভালভের্দেকে। মাঝমাঠে দলের সবচেয়ে ধারাবাহিক পারফরমারদের একজন উরুগুয়ের এই ফুটবলার রক্ষণেও দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন এই ম্যাচে। একটি গোল করা ছাড়াও ম্যাচজুড়ে তার পারফরম্যান্স ছিল ধারাল।

এই ম্যাচে প্রথমবার রেয়াল মাদ্রিদকে নেতৃত্বও দেন ভালভের্দে। সামাজিকমাধ্যমে স্বপ্নপূরণের রোমাঞ্চের কথা জানান তিনি।ম্যাচের পর কোচের কাছ থেকে প্রশংসার ডালি অনুমিতভাবেই পেলেন ২৬ বছর বয়সী এই ফুটবলার। রেয়ালের মূল রাইট-ব্যাক দানি কার্ভাহাল ও তার বিকল্প লুকাস ভাস্কেস এখন চোটের কারণে মাঠের বাইরে। তবে এই পজিশনে ভালভের্দেকেও খুব পিছিয়ে রাখছেন না আনচেলত্তি।

“সত্যিটা হলো, রক্ষণভাগে দুর্দান্ত খেলেছে ফেদে। ফুলব্যাক হিসেবে সে দারুণ। দানি কার্ভাহাল ও লুকাস ভাস্কেসের পর দুনিয়ার সেরা রাইট-ব্যাক সে। তার ব্যাপারটি হলো, শীর্ষ পর্যায়ের ফুটবলে সে অনেক পজিশনেই খেলতে পারে এবং এটা কোচের জন্য (মধুর) সমস্যা যে, দলের জন্য সবচেয়ে উপযুক্ত পজিশনে তাকে কীভাবে কাজে লাগানো যায়।”এই ম্যাচের চেয়েও কঠিন এক পরীক্ষা রেয়াল মাদ্রিদের অপেক্ষায় সামনে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে তারা খেলতে যাবে লিভারপুলের মাঠে। চুয়ামেনি ও ভাস্কেসকে ওই ম্যাচে পাবেন বলে আশা করছেন আনচেলত্তি। তবে শেষ পর্যন্ত যদি তারা দুজন সুস্থ হতে না পারেন, তাহলে কি আবার রক্ষণভাগে দেখা যাবে ভালভের্দেকে? রেয়াল মাদ্রিদের কোচ উত্তরটা তোলা রাখলেন সময়ের জন্য।

“দেখা যাক, লুকাস ও চুয়ামেনি সেরে উঠতে পারে কি না। যদি না পারে, তাহলে আমরা সিদ্ধান্ত নেব।”“অ্যানফিল্ডে ফেদের পজিশন নিয়ে ভাবতে হবে আমাদের…। এমনিতে সে রক্ষণে খেললে খুব সমস্যা হবে না দলের। কারণ মাঝমাঠে কামাভিঙ্গা নিজের সেরা ফর্মে আছে। সেবায়োস পরিপূর্ণ পারফরম্যান্স দেখিয়েছে (লেগানেসের বিপক্ষে), মদ্রিচ তো সবসময়ই ভালো। পুরো স্কোয়াড পাওয়ার পর পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।”রেয়াল মাদ্রিদের ‘বি’ দল থেকে হঠাৎ মূল দলে ডাক পেয়ে ২১ বছর বয়সী রাউল আসেন্সিও যেমন পারফরম্যান্স দেখাচ্ছেন, সেটিও মুগ্ধ করেছে কোচকে।“তাকে অভিনন্দন জানানো উচিত আমাদের। অনেক পরিণত পারফরম্যান্স মেলে ধরছে সে। ভয়ডর খুব একটা নেই তার। মাঠে তার পজিশনবোধও খুব ভালো। এতে ফুটে উঠছে, তাকে ভালোভাবে তৈরি করেছে আমাদের একাডেমি।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য