স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ নভেম্বর: হাঁটুর চোট থেকে রেহাই পেতে শল্যবিদের ছুরিকাঁচির নিচে যেতে হয়েছে বেন হোয়াইটের। তাই আর্সেনাল ডিফেন্ডারের মাঠে ফিরতে এখন করতে হবে দীর্ঘ অপেক্ষা। দলটির কোচ মিকেল আর্তেতা জানিয়েছেন, সেরে উঠতে কয়েক মাস সময় লাগবে এই ইংলিশ ফুটবলারের।গত দুই মৌসুমে আর্সেনালের নিয়মিত সদস্যদের একজন ছিলেন হোয়াইট। চলতি মৌসুমেও চোটে পড়ার আগে ৯টি লিগ ম্যাচ খেলেছেন তিনি, যার মধ্যে ৭টিতে ছিলেন শুরুর একাদশে।
হাঁটুর চোট বেশ কিছুদিন ধরে ভোগাচ্ছিল হোয়াইটকে। তাই গত সপ্তাহে শেষ হওয়া আন্তর্জাতিক বিরতির মাঝে ২৭ বছর বয়সী এই ফুটবলারের অস্ত্রোপচার করা হয়।প্রিমিয়ার লিগে শনিবার নটিংহ্যাম ফরেস্টের মুখোমুখি হবে আর্সেনাল। আগের দিন সংবাদ সম্মেলনে হোয়াইটের অবস্থার কথা জানান আর্তেতা।“দুর্ভাগ্যবশত, বেনকে কয়েক মাস মাঠের বাইরে থাকতে হবে…গত কয়েক সপ্তাহে তার অবস্থার উন্নতি হচ্ছিল না, তাই আমাদের একটা সিদ্ধান্ত নিতেই হতো। আমরা জানি, বেন সর্বোচ্চ চেষ্টা করবে, কিন্তু পরিস্থিতি এমন দাঁড়ায়, আমাদের খেলোয়াড়কে রক্ষা করতে হতো।”
“আমরা তার অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেই, সে তাতে রাজি হয়। কয়েক মাসের জন্য বাইরে থাকতে হবে তাকে। অস্ত্রোপচারের পরে তার চোটের অবস্থা কতটা দ্রুত সেরে ওঠে, দেখতে হবে। আমার মনে হয় না, (তার পুরোপুরি সেরে উঠতে) অর্ধেক বছর সময় লাগবে; তবে আমি নির্দিষ্ট করে বলতে পারছি না যে মাঠে ফিরতে তার কতদিন লাগবে।”আর্সেনালের আরেক ডিফেন্ডার তাকেহিরো তমিয়াসুরও হাঁটুর চোট মাথাচাড়া দিয়েছে। আর্তেতা বললেন, তাকেও হয়তো লম্বা সময়ের জন্য পাওয়া যাবে না।