Saturday, December 7, 2024
বাড়িখেলারেকর্ড দ্রুততায় পঞ্চাশের ঠিকানায় কেইন

রেকর্ড দ্রুততায় পঞ্চাশের ঠিকানায় কেইন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৩ নভেম্বর:   ৬২ মিনিট পেরিয়ে ম্যাচে গোল ছিল না একটিও। ৯০ মিনিট শেষে ছিল এক গোল। কিন্তু শেষ বাঁশি বাজার আগে সেই ম্যাচে গোল হয়ে গেছে মোট তিনটি। সবকটি গোল একজনেরই। আরও একটি হ্যাটট্রিক উপহার দিয়েছেন হ্যারি কেইন। এই হ্যাটট্রিকের বাড়তি বিশেষত্বও আছে। দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন তিনি রেকর্ড গড়ে।বুন্ডেসলিগায় কেইনের হ্যাটট্রিকে শুক্রবার আউক্সবুর্ককে ৩-০ গোলে হারায় বায়ার্ন মিউনিখ। এই তিন গোল দিয়ে বায়ার্নের জার্সিতে গোলের হাফ সেঞ্চুরি হয়ে গেল ইংলিশ ফরোয়ার্ডের। এই উচ্চতায় তিনি পৌঁছে গেলেন রেকর্ড দ্রুততায়।

স্রেফ ৪৩ ম্যাচেই ৫০ গোল পূর্ণ করলেন কেইন। জার্মানির শীর্ষ লিগে গোলের দ্রুততম ফিফটির আগের রেকর্ডটি গড়েছিলেন আর্লিং হলান্ড। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে ৫০ ম্যাচে ৫০ গোল করেছিলেন পরে ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানো ফরোয়ার্ড।নিজেদের মাঠে এ দিন ৬৩তম মিনিটে কেইনের পেনাল্টি গোলে এগিয়ে যায় বায়ার্ন। পরে ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের তৃতীয় মিনিটে আরেকটি পেনাল্টি থেকে গোল করেন তিনি। দেশ ও ক্লাব মিলিয়ে টানা ২৫ পেনাল্টি তিনি সফলভাবে কাজে লাগালেন।দুই মিনিট পর হেড থেকে গোল করে পূর্ণ করেন হ্যাটট্রিক আর দ্রুততম ফিফটির রেকর্ড।

গত মৌসুমে বায়ার্নে যোগ দিয়ে ৩২ ম্যাচে ৩৪ গোল করেন কেইন। তবে ২০১২ সালের পর প্রথমবার লিগ শিরোপা জিততে ব্যর্থ হয় ক্লাব। ট্রফি পুনরুদ্ধারের পথে এবার তাদের পথচলা দুর্দান্ত। ১১ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বায়ার্ন। দুইয়ে থাকা দলের চেয়ে কে ম্যাচ বেশি খেলে এগিয়ে আছে তারা আট পয়েন্টে।নিজের কীর্তির চেয়ে কেইন অবশ্য বেশি খুশি প্রথমার্ধের গোলশূন্যতা কাটিয়ে দলকে জেতাতে পারায়।“মাঝবিরতিতে আমরা আলোচনা করেছি যে, চাপ ধরে রাখতে হবে এবং সুযোগ তৈরি করতে হবে। সৌভাগ্যবশত, একটি পেনাল্টি পেয়ে যাই আমরা এবং সেখান থেকে ম্যাচটি উন্মুক্ত হয়ে পড়ে।”

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য