Thursday, December 26, 2024
বাড়িবিশ্ব সংবাদলেবাননে দুইমাসে দুই শতাধিক শিশু নিহত: ইউনিসেফ

লেবাননে দুইমাসে দুই শতাধিক শিশু নিহত: ইউনিসেফ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ নভেম্বর:  লেবাননে গত দুই মাসে দুই শতাধিক শিশু নিহত এবং ১১০০ শিশু আহত হয়েছে বলে তথ্য দিয়েছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ।রয়টার্স লিখেছে, এক বছরের বেশি সময় ধরে হিজবুল্লাহ যোদ্ধাদের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাত সম্প্রতি সর্বাত্মক যুদ্ধের রূপ নেয়।ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার জেনিভায় এক সংবাদ সম্মেলনে বলেন, লেবাননে দুই মাসেরও কম সময়ের মধ্যে দুই শতাধিক শিশু নিহত হয়েছে। শিশুদের মৃত্যু নিয়ে এমন এক উদ্বেগজনক দশা তৈরি হয়েছে- যেখানে সহিংসতা থামাতে সক্ষম ব্যক্তিদের নিষ্ক্রিয়তা ফুটে উঠছে। লেবাননের শিশুদের জন্য মৃত্যু এখন ‘ভয়ের নীরব স্বাভাবিকতায়’ পরিণত হয়েছে।

কারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী সে বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, যারা সংবাদমাধ্যমে নজর রাখেন, তাদের কাছে এটা স্পষ্ট।এল্ডার বলেন, লেবাননের সংঘাতের সঙ্গে গাজার ঘটনাপ্রবাহের ‘রোমহর্ষক মিল’ রয়েছে, যেখানে ইসরায়েল ও হামাসের মধ্যে ১৩ মাস ধরে চলা যুদ্ধে ৪৩ হাজারের বেশি মানুষের প্রাণ গেছে। নিহতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে।যুদ্ধ থেকে পালিয়ে আসা লাখ লাখ শিশুকে মানসিক সহায়তা এবং চিকিৎসা সামগ্রী, খাবার ও ঘুমের ওষুধ দিচ্ছে ইউনিসেফ।গাজার মতই লেবাননেও দুর্বিষহ পরিস্থিতি নীরবে স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে বলে মন্তব্য করেন এল্ডার।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য