স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর :আগামী ২ জানুয়ারি থেকে ৪৩ তম আগরতলা বইমেলা ২০২৫ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে পরিচালন কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।
এ বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত,তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্যী, ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুনাদয় সাহা সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এইদিনের সভায় আলোচনা করতে গিয়ে মেয়র দীপক মজুমদার বলেন ৪৩ বইমেলাকে সামনে রেখে ২৮ অক্টোবর প্রস্তুতি সভা হয়।
সেই সভায় সিদ্ধান্ত হয় পরবর্তী সময় আলোচনাক্রমে সিদ্ধান্ত গ্রহণ করে বিভিন্ন সাব কমিটি গুলি গঠন করা হবে। সেই মোতাবেক এইদিন সভা করা হয়েছে কিছু সিদ্ধান্ত গ্রহণের জন্য। এইদিনের সভায় একটা বিষয় চূড়ান্ত হয়ে গেছে ৪৩ তম আগরতলা বইমেলা হাপানিয়া স্থিত আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।