স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৯ নভেম্বর : খোয়াই জেলায় মারাত্মকভাবে বেড়ে চলেছে চুরির ঘটনা। মাত্র একদিন আগে বাংলাদেশী গরুর চোরের দল এক যুবকের আঙ্গুল কেটে নিয়ে যাওয়ার ঘটনার রেশ কাটতে না কাটতে আবারো এক ভয়ঙ্কর ঘটনা সংগঠিত হয় খোয়াই জেলায়। মঙ্গলবার সোনাতলা এলাকায় কাজ করার সময় বি.এস.এন.এল কর্মী চন্দন দত্তকে মারধর করে চোরের দল।
এ বিষয়ে চন্দন দত্ত জানান, মঙ্গলবার সকাল ১১ টার নাগাদ খবর পান সোনাতলা এলাকায় তাদের কাজের সাইড এলাকার কয়েকজন চোর বিএসএনএল -এর ক্যাবেলের তার কেটে নিয়ে যাচ্ছে। সেই খবর পেয়ে চন্দন দত্ত ঘটনাস্থলে গিয়ে প্রথমে ভিডিও রেকর্ডিং করতে থাকে তা দেখতে পেয়ে তিনজন চোর চন্দন বাবুকে জাপটে ধরে মাটিতে ফেলে ধস্তাধস্তি করে মারধোর করতে শুরু করে।
এই সব দৃশ্য দেখে এলাকাবাসীর ছুটে আসলে তিনজন চোর পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় চন্দন দত্তের মোবাইলটি ছিনিয়ে নেয়া যায় বলে অভিযোগ। দুষ্কৃতিকারীরা এই এলাকারই খোকন রায়, বিল্লা ও জোহর শীল বলে জানা যায়। তবে বিএসএনএল পক্ষ থেকে তিনজন দুষ্কৃতিকারীর বিরুদ্ধে থানায় মামলা করা হবে বলে জানান চন্দন দত্ত।