Friday, December 27, 2024
বাড়িবিশ্ব সংবাদগাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪০

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪০

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১১ নভেম্বর:   ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা ও মানবাধিকার গোষ্ঠীগুলো জানিয়েছে, রোববার গাজাজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদের মধ্যে উত্তরাঞ্চলীয় শহর জাবালিয়ার একটি আবাসিক ভবনের দুই ডজন বাসিন্দাও রয়েছেন।গাজার মানবাধিকার গোষ্ঠী প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (পিসিএইচআর) জানিয়েছে, ভোরে জাবালিয়ার তিনতলা একটি ভবন ইসরায়েলি হামলায় ধ্বংস হলে সেখানে অন্তত ২৪ জন নিহত হন। এ সময় আশপাশের বাড়িগুলোর আরও অন্তত ৩০ জন আহত হন।

সামাজিক মাধ্যমে ছড়াতে থাকা ভিডিও ফুটেজে দেখা গেছে, জাবালিয়ার কাছে একটি হাসপাতালের সামনে সারি দিয়ে প্রায় এক ডজন মৃতদেহ কম্বল দিয়ে ঢেকে রাখা হয়েছে। তবে এসব ভিডিও রয়টার্স তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি।স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এসব মৃতদেহ ওই আবাসিক ভবনের নিহত বাসিন্দাদের। ওই ভবনটিতে অন্তত ৩০ জন বসবাস করতো বলে স্থানীয়রা জানিয়েছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা জাবালিয়ার একটি স্থানে আঘাত হেনেছে সেখান থেকে ‘সন্ত্রাসীরা তৎপরতা চালাচ্ছিল’।ইসরায়েলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, “এই সন্ত্রাসীরা ওই এলাকায় অভিযানরত ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সেনাদের জন্য হুমকি ছিল। বিস্তারিত পর্যালোচনা করা হচ্ছে।”রোববার গাজা সিটির সাবরা এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় গাজার সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তা ওয়ায়েল আল খোর, তার স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে ও তিন নাতি-নাতনি নিহত হন; জানিয়েছেন চিকিৎসা কর্মকর্তারা ও নিহতদের স্বজনরা।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তার প্রতিবেদনটি পর্যালোচনা করে দেখছে।ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, তাদের টিমগুলো রেডক্রসের সহযোগিতায় রোববার জাবালিয়ার আল-আওদা হাসপাতাল থেকে ২০ জন রোগীকে সরিয়ে এনেছে। এ সময় গাজা সিটি ও গাজার উত্তরাঞ্চলকে পৃথক করে রাখা ইসরায়েলি চেকপয়েন্টে তাদের অ্যাম্বুলেন্সগুলোকে কয়েক ঘণ্টা আটকে রাখায় এক রোগীর মৃত্যু হয়েছে।রয়টার্স জানায়, জাবালিয়া ও এর আশপাশের তিনটি হাসপাতাল ইসরায়েলি বাহিনী কয়েক সপ্তাহ ধরে অবরোধ করে রেখেছে। ইসরায়েলি বাহিনী এই হাসপাতালগুলো খালি করে ফেলার নির্দেশ দিলেও সেখানকার কর্মকর্তারা তা মানতে অস্বীকার করেছেন।হাসপাতালগুলোতে খাবার, ওষুধ ও জ্বালানি ফুরিয়ে আসলেও রোগীদের ছেড়ে যেতে রাজি হননি তারা।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস গাজার বেসামরিক জনতা ও সম্পত্তি সামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে বলে অভিযোগ ইসরায়েলি বাহিনীর। হামাস এ অভিযোগ অস্বীকার করেছে।হামাসের সশস্ত্র শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে, রোববার তারা জাবালিয়ার উত্তরদিকের বেইত লাহিয়া শহরে আক্রমণ চালিয়ে ১৫ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে।তবে তাদের এ দাবির বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি আর রয়টার্সও বিষয়টি স্বতন্ত্রভাবে যাচাই করতে পারেনি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য