স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : কোথায় প্রশাসন? কোথায় সরকার? সুশাসনে বুলি চড়িয়ে বলীন অসহায় পরিবারের সহযোগিতা। কারণ দীর্ঘ তিন মাস ধরে পায়ের যন্ত্রণায় অতিষ্ঠ এক রাজমিস্ত্রি। তার নাম নূসু মিয়া। সোনামুড়া ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। গত তিন মাস আগে কাজ করতে গিয়ে রডের খোঁচায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন তিনি। তারপর থেকে বিছানায় শয্যাশায়ী। যা আর্থিক সম্বল ছিল তা ঢেলে চিকিৎসা করে সুস্থ হয়ে উঠতে পারেননি।
দিনে দিনে তার পা পচন ধরেছে। বিছানা থেকে উঠে দাঁড়ানোর ক্ষমতা হারিয়ে ফেলেছে। এভাবে চলতে থাকলে একদিন চিকিৎসার অভাবে মৃত্যুর মুখে ঢলে পড়তে হবে এই অসহায় রাজমিস্ত্রিকে। রাজমিস্ত্রির স্ত্রী জানিয়েছেন, এলাকার চেয়ারম্যান থেকে শুরু করে সরকারের কাছে বহুবার দাবি করেছেন। কিন্তু স্বামীর চিকিৎসার খরচ কেউ বহন করতে চাইছে না। কিন্তু এভাবে চলতে থাকলে স্বামীকে ঘরে ফেলে রেখে তিনি অন্যথায় কাজের উদ্দেশ্য যেতে পারছে না। আগামী দিন না খেয়ে মরার উপক্রম হয়ে দাঁড়াতে পারে। প্রশাসনের কাছে একটাই অনুরোধ যদি স্বামীর চিকিৎসার ব্যয়ভার বহন করে তাহলে সুস্থ করে তুলতে পারবে। এদিকে অসহায় নূসু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কান্নায় ভেঙে পড়ে।
তার আর্থিক অবস্থা যে কতটা দুর্বল সেটা সে আর মুখ ফুটে বলতে পারছিল না। এ দৃশ্য দেখে এলাকায় গুঞ্জন উঠেছে জনপ্রতিনিধি এবং সরকার মানুষের কোন দিনের জন্য? যদি সহযোগিতা হাতটুকু বাড়িয়ে দিতে না পারে তাহলে কিভাবে বিকাশ ত্রিপুরার স্বপ্ন দেখতে সরকার? মন্ত্রী চেয়ারম্যান থেকে শুরু করে এলাকার বিধায়ক সকলে বিলাসবহুল গাড়ি দিয়ে জনপ্রতিনিধিদের টাকায় দিন কাটাচ্ছে। আর আমজনতার কি হাল সেটা মাঝ বয়সী নূসু মিয়াকে দেখলে বোঝা যায়।