স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৮ নভেম্বর : জিরানিয়া রেল স্টেশন থেকে আটক ৬ বাংলাদেশী নাগরিক। ধৃতদের মধ্যে তিন জন পুরুষ এবং বাকি তিনজন বৃহন্নলা। আগরতলা জিআরপি থানার ওসি তাপস দাস জানান বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে জিরানিয়া রেল স্টেশন থেকে আগরতলা জিআরপি থানার পুলিশ, রেল পুলিশ ও বিএসএফ যৌথ ভাবে অভিযান চালিয়ে ৬ জনা বাংলাদেশী নাগরিককে আটক করে। ধৃতরা অবৈধভাবে রাজ্যে আসে। তারা বহিঃরাজ্যে যাওয়ার জন্য জিরানিয়া রেল স্টেশনে আসে। ধৃতরা প্রথমে জানায় তাদের বাড়ি বিশালগড়।
পরবর্তী সময় দফায় দফায় জিজ্ঞাসাবাদের পর ধৃতরা স্বীকার করে তাদের বাড়ি বাংলাদেশে। তারা মুম্বাই যাওয়ার জন্য অবৈধভাবে রাজ্যে এসেছে। আগরতলা জিআরপি থানায় ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার ধৃতদের আদালতে সোপর্দ করে আগরতলা জিআরপি থানার পুলিশ। ধৃতরা হল ইকলাশ মিয়া, রুবায়েত হোসাইন ওরফে সিমি, জাকিরা ওরফে মনা, জাকাড়িয়া, তানভীর আহমেদ ও মোহাম্মদ মোমিনুল হক।