Friday, December 27, 2024
বাড়িরাজ্যবিভিন্ন দাবি আদায়ে কলেজ বন্ধ করে রাস্তা অবরোধে সামিল হল ছাত্র-ছাত্রীরা

বিভিন্ন দাবি আদায়ে কলেজ বন্ধ করে রাস্তা অবরোধে সামিল হল ছাত্র-ছাত্রীরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ নভেম্বর : দীর্ঘ ছয় বছরে কলেজ কর্তৃপক্ষ এবং মুখ্যমন্ত্রীর কাছে স্মারক লিপি দিয়ে কৈলাশহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধান না হওয়ায়, বৃহস্পতিবার পথ অবরোধ করতে বাধ্য হয় কলেজের ছাত্রছাত্রীরা। অবরোধকারী ছাত্র ছাত্রীরা জানায়, বহু বছর ধরে কৈলাসহরের রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে যেকোনো উৎসব অনুষ্ঠান করার জন্য কলেজে বড় অডিটোরিয়াম নেই। এমনকি কলেজে মুক্ত মঞ্চও নেই। যার ফলে কলেজের যেকোনো ধরনের অনুষ্ঠান করতে হিমশিম খেতে হচ্ছে ছাত্র ছাত্রী সহ কলেজ কর্তৃপক্ষের। তাছাড়া কলেজে পর্যাপ্ত অধ্যাপক নেই।

 ফলে কলেজের পঠন পাঠন লাটে উঠেছে। এইসব দাবি আদায়ে কলেজের ছাত্র ছাত্রীরা এবং এভিবিপি সংগঠনের পক্ষ থেকে যৌথ ভাবে কয়েকবার দপ্তরের আধিকারিকদের লিখিত ভাবে এবং মৌখিক ভাবে জানানো হলেও আজ অব্দি দাবী গুলো পূরনে কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি কৈলাসহর কলেজের পঁচাত্তর তম বর্ষ পূর্তি অনুষ্ঠান উপলক্ষে চলতি বছরের সেপ্টেম্বর মাসে রাজ্যের মূখ্যমন্ত্রী মানিক সাহা কৈলাসহর কলেজে এসেছিলেন। সেইসময় মুখ্যমন্ত্রীর সাথে সরাসরি কলেজের ছাত্র ছাত্রী সহ এভিবিপি সংগঠনের পক্ষ থেকে  যৌথ ভাবে দাবী গুলো বাস্তবায়নের জন্য আলোচনা করা হয়েছিলো।

কিন্তু একমাস অতিক্রান্ত হয়ে যাবার পরও দাবিগুলো বাস্তবায়নের জন্য কোনো ধরনের পদক্ষেপ নেওয়া হয়নি। কলেজের ছাত্র ছাত্রী সহ এভিবিপি সংগঠনের নেতৃত্ব ক্ষোভে ফেটে পড়েন। এদিন একসাথে কলেজের ছাত্র ছাত্রীরা ও এভিবিপি সংগঠনের নেতৃত্ব যৌথ ভাবে সাত নভেম্বর বৃহস্পতিবার দুপুর বারোটায় কলেজের সমস্ত অফিস বন্ধ করে এবং কলেজের পঠন পাঠন বন্ধ রেখে কলেজ তালাবন্দী করে কলেজের সম্মুখে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন শুরু করে বলে জানান এভিবিপি সংগঠনের কৈলাসহরের নগর সম্পাদক অভিষেক গোপ, ঊনকোটি জেলার জেলা সংযোজক আয়ুষ দেব, ছাত্র নেতা দীপাঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্যরা। তারা আরো জানান, দাবিগুলো যতক্ষন না পর্যন্ত বাস্তবায়িত হবে ততোক্ষন পর্যন্ত আন্দোলন চলবে। এমনকি প্রয়োজনে অবরোধকারীরা আগামীকাল থেকে শহরের রাজপথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করবে বলেও হুমকি দিয়েছেন। খবর পেয়ে ঘটনার স্থলে পৌঁছায় পুলিশ প্রশাসন। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাল ঘাম ছুটে তাদের।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য