স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৬ নভেম্বর : আর বাড়ি ফিরবে না দুষ্ট তৃপ্ত। উঠোনে খেলা করবে না সে। ফুটফুটে চেহারাটি আর দেখবে না শিক্ষক শিক্ষিকাও। মা বাবার বুক খালি করে ভাগ্যের কাছে হেরে গেছে সে। তার বয়স মাত্র সাড়ে চার বছর। অন্যান্য দিনের মতো বুধবার সকালে খেলা করবে ভেবে স্কুল থেকে খুশি হয়ে বাড়ি ফিরছিল। কিন্তু বাড়ির সামনে তার দুষ্টুমি কাল হয়ে দাঁড়ালো। TR 03E 0762 নম্বরের মারুতি ভ্যানের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হয় শিশুটির।
এ মর্মান্তিক ঘটনা ঘটেছে বিলোনিয়া জয়কাতপুর গ্রাম পঞ্চায়েতের ঝরঝরিয়া এলাকায়। বিলোনিয়া গভমেন্ট ইংলিশ মিডিয়াম দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের নার্সারির ছাত্র তৃপ্ত বিশ্বাস। প্রতিদিনের মতো আজ সকালেও মায়ের সাথে স্কুলে আসে। বাবা পেশায় শ্রমিক। কালিপদ বিশ্বাস জানান অটো থেকে বাড়ির সামনে নামার পর ছেলেটির মা অটো চালককে টাকা দেওয়ার সময় সে নিজের রাস্তা পার হতে গিয়ে মতাই থেকে আসা বিলোনিয়াগামী মারুতি ভ্যানের ধাক্কায় গুরুতর জখম হয় তৃপ্ত বিশ্বাস। সাথে সাথে ওই গাড়িটির চালক মিঠুন সরকার তাকে দ্রুত বিলোনিয়া হাসপাতালে নিয়ে এলে সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়ে তৃপ্ত। হাসপাতালে ছুটে আসেন বিলোনিয়া বিদ্যালয়ের পরিদর্শক সহ দক্ষিণ জেলার শিক্ষা দপ্তরের আধিকারিকগণ এবং স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। সকলের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে ঘটনাস্থলের দ্রুত ছুটে যায় বিলোনিয়া থানার পুলিশ। তদন্তে নামে স্বয়ং বিলোনিয়া থানার ওসি। ঘাতক গাড়িটিকে আটক করেছে পুলিশ। চালক পলাতক। মৃতদেহ বর্তমানে বিলোনিয়া হাসপাতালে রয়েছে। ময়না তদন্ত শেষে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।