স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ নভেম্বর: সব পরিস্থিতি বিবেচনা করে তাই দ্রুতই সিদ্ধান্ত নিতে হয়েছে আমুরিকে। স্পোর্তিংয়ের জন্য তার মন পুড়ছে। তার পরও ক্লাব ছেড়ে যাওয়ার কারণ ও প্রেক্ষাপট তুলে ধরলেন ইউনাইটেডের নতুন কোচ।টেন হাগকে ছাঁটাই করার পর শুক্রবার নতুন কোচ হিসেবে আমুরির নাম ঘোষণা করে ইউনাইটেড। ৩৯ বছর বয়সী কোচের সঙ্গে ২০২৭ পর্যন্ত চুক্তি ইউনাইটেডের। ক্লাব চাইলে আরও এক বছর বাড়ানোর সুযোগও আছে চু্ক্তিতে। তাকে পেতে ১ কোটি ১০ লাখ ইউরো ট্রান্সফার ফি দিতে হচ্ছে ইংলিশ ক্লাবটির।
মাঠের ফুটবলে অনেক দিন ধরেই দুঃসময়ের মধ্য দিয়ে যেতে থাকা ইউনাইটেড আমুরিকে এখনই পেতে মুরিয়া ছিল। পর্তুগিজ লিগে শুক্রবার স্ত্রেলা দা অ্যামাদোরার বিপক্ষে স্পোর্তিংয়ের ৫-১ গোলের জয়ের পর কোচ বললেন, বাস্তবতার কাছে নিজের চাওয়াকে চাপা দিতে হয়েছে তার।“আমার জীবন পুরোপুরি বদলে নেওয়ার সিদ্ধান্তটি নেওয়ার জন্য স্রেফ তিনটি দিন পেয়েছিলাম। একটা অনুরোধ আমার পক্ষ থেকে ছিল যে, মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করা যায় কি না। কিন্তু তারা (ইউনাইটেড) বলেছে, ‘এটা সম্ভব নয়’, তাদের কথা ছিল ‘নাউ অর নেভার।’তবে আমুরির দাবি, ইউনাটেডের প্রস্তাব পাওয়ার পর নিজের ভবিষ্যৎ ভাবনা স্পোর্তিংয়ের সভাপতিকে তিনি জানিয়েছিলেন।
“প্রেসিডেন্ট এখানে আছে, তিনি নিশ্চিত করতে পারবেন আপনাদের। মৌসুমের শুরুতেই তার সঙ্গে আলোচনা হয়েছিল আমার। তাকে বলেছিলাম, ‘যা কিছুই হোক, স্পোর্তিংয়ে আমার শেষ মৌসুম এটিই।’ মৌসুম শুরু হলো, খুব ভালো করতে থাকলাম আমরা। এরপর ইউনাইটেডের আবির্ভাব হলো দৃশ্যপটে।”আমুরির খেলোয়াড়ি জীবন বলার মতো কিছু নয়। পর্তুগালের হয়ে ১৪ ম্যাচ খেলা মিডফিল্ডার ৩২ বছর বয়সেই অবসর নিয়ে পরের বছর নাম লেখান কোচিংয়ে। ২০২০ সালে স্পোর্তিংয়ে আসার পর অসাধারণ সাফল্য পেতে থাকেন তিনি। তার কোচিংয়ে গত চার মৌসুমে দুবার লিগ ও দুবার লিগ কাপ জিতেছে ক্লাবটি।
ক্লাব ও সমর্থকদের সঙ্গে দারুণ এক বন্ধন তার গড়ে উঠেছে। সেই দায়বদ্ধতা থেকে নিজের সিদ্ধান্তের পেছনের কারণ ব্যাখ্যা করলেন তিনি।“আমার জন্য ক্লাব ছেড়ে যাওয়া খুব কঠিন… যে কোনো স্পোর্তিং ভক্তের চেয়েও বেশি কঠিন। আমি বলেছিলাম যে, যত ম্যাচ প্রয়োজন, রয়ে যাব। আগে কিছু বলিনি, কারণ বলতে পারিনি। সিদ্ধান্তগুলো এরকমই হয়। একটি ক্লাবের প্রস্তাব এলো, জানতাম যদি তা প্রত্যাখ্যান করি, ছয় মাস পর আর পাব না। এটাও জানতাম যে, ছয় মাস পর স্পোর্তিংয়েও থাকব না আমি।”
“জীবনের সেরা অধ্যায় কাটিয়েছি এখানে। স্পোর্তিংয়ের সবাই জানে, এই ক্লাব আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। সমর্থকদের হতাশাও বুঝতে পারি, মৌসুমের মাঝপথে চলে যেতে হচ্ছে, যে মৌসুমটি হতে পারে ঐতিহাসিক। তবে আজকেই বিদায় নেওয়ার পালা নয়। আরও দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ বাকি আছে।”আমুরির কোচিংয়েই মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির সঙ্গে খেলবে স্পোর্তিং, এরপর ১০ নভেম্বর ব্রাগার সঙ্গে লড়াই পর্তুগিজ লিগে। পরদিনই তিনি পা রাখবেন ওল্ড ট্র্যাফোর্ডে।
দারুণ পেশাদারিত্ব দেখিয়ে নতুন ক্লাব নিয়ে এখনই কোনো মন্তব্য করলেন না আমুরি।“ম্যানচেস্টার ইউনাইটেডের কোনা ফুটবলারের সঙ্গে আমার এখনও কথা হয়নি। নিজের কাজেই এখন মনোযোগ রাখছি। আরও দুটি ম্যাচে এখানে থাকতে পেরে খুশি। ম্যান ইউনাইটেড নিয়ে কথা বলব ১১ নভেম্বর।”