স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ অক্টোবর : আমবাসা পুর পরিষদের চেয়ারম্যান সরকারি চাকুরি পাওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে আমবাসা পুর পরিষদের চেয়ারম্যানের চেয়ারটি শূন্য ছিল। বুধবার আমবাসা পুর পরিষদের নির্বাচিত সকল কাউন্সিলরগণ একত্রিত হয়ে চেয়ারম্যানের নাম প্রস্তাব করেন। নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয় প্রতিমা মালাকার। পরে তাঁকে শপথ বাক্য পাঠ করানো হয়। তারপর পুষ্প স্তবক হাতে তুলে অভিনন্দন জানানো হয়। এদিকে জানা যায়, আমবাসা পুর পরিষদের চেয়ারম্যান না থাকায় ভাইস চেয়ারম্যান গোপাল সূত্রধর দ্বায়িত্ব পালন করেছিলেন। বুধবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান প্রতীমা মালাকার।
তিনি দায়িত্ব পেয়ে কাউন্সিলার উত্তম অধিকারীকে ভাইস চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন। এর পরিপ্রেক্ষিতে বিজেপি দলের জেলা সভাপতি পতিরাম ত্রিপুরা বলেন, দলের নির্দেশ ছিল চেয়ারম্যান নিযুক্ত করার জন্য, কিন্তু দলের কোনো প্রকার নির্দেশ ছাড়াই নব নির্বাচিত চেয়ারম্যান কিভাবে ভাইস চেয়ারম্যান পদের জন্য নাম ঘোষণা করলেন, এই বিষয়ে জেলা সভাপতি রাজ্য নেতৃত্বের কাছে জানাবেন বলে জানিয়েছেন। রাজ্য কমিটি যার সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নিতে হবে। কারণ যতদূর জানা, ভাইস চেয়ারম্যান নির্বাচন করার ক্ষেত্রে কিছু নিয়মাবলী রয়েছে। ভাইস চেয়ারম্যান নির্বাচনের জন্য দলের পক্ষ থেকে কোন ধরনের নির্দেশ আসে নি। সে অনুযায়ী ভাইস চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছেন নবনির্বাচিত চেয়ারম্যান। তাই এ বিষয়ে জানানো হবে রাজ্য নেতৃত্বের কাছে। তারপর তারা যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। এখন দেখার বিষয় জল কোন দিকে গড়ায়।