স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ অক্টোবর : গোটা দেশেই ওয়াকফ বোর্ডগুলিতে ব্যাপক দুর্নীতি হয়েছে। এর জেরেই অবৈধভাবে সম্পত্তি ক্রোক করার ঘটনা দেখা গিয়েছে। মঙ্গলবার ওয়াকফ বোর্ড তথা বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির (জেপিসি)-র বৈঠকে শাসক–বিরোধী দন্দ্বের মধ্যেই বুধবার এমন বিস্ফোরক দাবি করলেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার।
আরএসএসের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চের অন্যতম মুখ ইন্দ্রেশ। বুধবার দিল্লিতে ধনতেরাস উপলক্ষে হজরত নিজামউদ্দিন আউলিয়া দরগার অনুষ্ঠানে অংশ নেন তিনি। উপস্থিত মুসলিম জনতাকে উদ্দেশ্য করে বলেন, নিজের ভালোর জন্যই ওয়াকফ (সংশোধনী) বিল সমর্থন করা উচিত দেশের মুসলিমদের। নিজেদের সম্পত্তিকে সুরক্ষিত করতে এই সিদ্ধান্ত নেওয়া উচিত তাঁদের। কারণ দেশজুড়ে ওয়াকফ বোর্ডগুলিতে লাগামছাড়া দুর্নীতি হয়েছে। অবৈধভাবে সম্পত্তি ক্রোক করার ঘটনাও দেখা গিয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার ওয়াকফ (সংশোধনী) বিল সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির (জেপিসি)-র বৈঠকে আবার অশান্তি হয়েছে। এই নিয়ে টানা তৃতীয় বৈঠকে প্রতিবাদের ঝড় তুললেন বিরোধী সাংসদেরা। মঙ্গলবার দিল্লি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান, আইএএস আধিকারিক অশ্বিনী কুমার নতুন সংশোধনী বিল সমর্থন জানানোয় প্রতিবাদে সরব হন বিরোধী সাংসদেরা।
প্রসঙ্গত, কেন্দ্রের আনা বিলের ৪০টি সংশোধনীর মধ্যে রয়েছে ওয়াকফ বোর্ডের জমি দখলের অধিকারের বিষয়টি। বর্তমান আইন অনুযায়ী, ওয়াকফ বোর্ডের দখল করা সম্পত্তি বা জমিতে কোনওরকম সরকারি পর্যালোচনা বা রিভিউ কিংবা মামলা করা যায় না। পর্যালোচনা ছাড়াই ওয়াকফ বোর্ড জমি দখল করতে পারে। কোনও সম্পত্তি নিয়ে ব্যক্তিগত মালিকানা এবং ওয়াকফ বোর্ডের আইনি বিবাদ চললেও তাতে হস্তক্ষেপ করতে পারে না সরকার। এক্ষেত্রে প্রস্তাব দেওয়া হয়েছে, বিতর্কিত কোনও সম্পত্তির মালিকানা আদতে কার, তা খতিয়ে দেখার আইনি এক্তিয়ার নিয়ন্ত্রণ করবে কেন্দ্র।