স্যন্দন ডিজিটেল ডেস্ক, ৩০ অক্টোবর : এক দিনের বিশ্বকাপের পর থেকে ক্রিকেট খেলেননি মহম্মদ শামি। চোট থেকে ফেরার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বোলিং শুরু করা সত্ত্বেও সুযোগ পাননি অস্ট্রেলিয়া সফরের দলে। এ বার আইপিএলেও ধাক্কা খেতে চলেছেন বাংলার বোলার। তাঁকে নিলামে তোলার সিদ্ধান্ত নিতে পারে গুজরাত টাইটান্স। শামিকে হয়তো ধরে রাখা হবে না।
ক্রিকেটার ধরে রাখার শেষ দিন বৃহস্পতিবার। তার আগে গুজরাত সূত্রে খবর, অধিনায়ক শুভমন গিলকে ধরে রাখা হচ্ছেই। এ ছাড়া আফগানিস্তানের বোলার রশিদ খান এবং তরুণ সাই সুদর্শনকে ধরে রাখা হবে। ‘আনক্যাপড’ হিসাবে ধরে রাখা হবে রাহুল তেওয়াটিয়া এবং শাহরুখ খানকে।
২০২২ সালে আত্মপ্রকাশের বছরেই আইপিএল জিতেছিল গুজরাত। দলকে ট্রফি দিয়েছিলেন হার্দিক পাণ্ড্য। পরের বছর রানার্স-আপ হয় তারা। তবে ২০২৪-এর আইপিএলে অষ্টম স্থানে শেষ করে। তবু শুভমনকে ধরে রাখা হবে। কারণ তাঁকে আগামী দিনে ভারতের নেতা হিসাবে ধরা হচ্ছে। সেই প্রতিভাকে ছাড়তে নারাজ গুজরাত।
রশিদ প্রথম মরসুমে ১৯টি উইকেট পাওয়ার পর দ্বিতীয় মরসুমে ২৭টি উইকেট পান। গত আইপিএলে পেয়েছেন ১০টি। বিভিন্ন দেশের টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা এবং ভারতীয় পিচের কারণে তাঁকে ধরে রাখা নিয়েও ভাবতে হয়নি। ভবিষ্যতের প্রতিভা সুদর্শন এবং শাহরুখের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
শামিকে ২০২২ সালের মহা নিলামে কেনে গুজরাত। সে বছর ২০টি উইকেট নিয়েছিলেন তিনি। পরের মরসুমে ২৮টি উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেটশিকারী হন। তবে চোটের কারণে গত মরসুমে খেলতে পারেননি।