স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : এক দেশ এক ভোট বাতিলের দাবি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং রাজ্যের আনশৃঙ্খলার চরম অবনতি ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয় মঙ্গলবার। এদিন সিপিআইএম ডুকলি মহকুমা কমিটির পক্ষ থেকে এই বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন সিপিআইএম পশ্চিম জেলা কমিটির সম্পাদক রতন দাস। তিনি জানান, গত ১৫ অক্টোবর থেকে গোটা দেশজুড়ে সিপিআইএম আন্দোলনে নেমেছে। এক দেশ এক ভোটের প্রতিবাদ জানায় সিপিআইএম।
কারণ এটি গণতন্ত্রের বিরোধী এবং যুক্তরাষ্ট্র কাঠামো বিরোধী সিদ্ধান্ত। অপরদিকে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। সরকারের উদ্দেশ্যে দাবী জানানো হচ্ছে পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনে সামগ্রীর মূল্য যাতে হ্রাস করে। অপরদিকে কর্মসংস্থানের অভাবে ভুগছে রাজ্যের যুবকরা। তাদের এই বেকারি সমস্যা নিরসনের জন্য সরকারের উদ্দেশ্যে দাবী করা হচ্ছে। এবং চাকুরী যাতে বেসরকারি সংস্থার হাতে তুলে না দেওয়া হয় তারও দাবি করা হচ্ছে। পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা অবনতি ঘটেছে। যাতে আইনশৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় রাখা হয় এবং পুলিশকে যাতে সক্রিয় ভূমিকা পালন করতে দেওয়া হয় তার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। আগামী দিন এভাবে অন্যান্য মহকুমা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল সংঘটিত করা হবে বলে জানান তিনি। মিছিলটি যোগেন্দ্র নগর এবং বনকুমারী এলাকা পরিক্রমা করে একটি পথসভার আয়োজন করা হয়।