স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ অক্টোবর : কুয়া পরিষ্কার করতে গিয়ে মৃত্যু এক শ্রমিকের। গুরুতর ভাবে আহত আরও এক শ্রমিক। ঘটনা বাগবাসা বিধানসভা কেন্দ্রের জয়িতাং এলাকায়। মৃত শ্রমিকের নাম এমডি সালেক। ঘটনার বিবরণে জানা যায় শনিছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নং ওয়ার্ডের বাসিন্দা দিনমুজর এমডি সালেক ও শনিছড়া ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আব্দুল রহিম মঙ্গলবার সকালে কাজ করতে যায় বাগবাসা বিধানসভা কেন্দ্রের জয়িতাং এলাকার বাসিন্দা পন্ডিত রেল হালামের বাড়িতে কাজ করতে যায়।
পণ্ডিত রেল হালামের বাড়িতে তারা কুয়া পরিষ্কার করতে যায়। কুয়া পরিষ্কার করার জন্য জলের মোটর লাগানোর সময় এমডি সালেক কুয়াতে পরে যায়। তখন তাকে বাঁচাতে কুয়াতে নামে আব্দুল রহিম। এতে দুই জনই গুরুতর ভাবে আহত হয়। তাদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রথমে শনিছড়া হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে এমডি সালেককে উন্নত চিকিৎসার জন্য ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয়। ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর এমডি সালেককে মৃত ঘোষণা করে দেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোঁকের ছায়া। এইদিকে বাগবাসা থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।