Friday, November 22, 2024
বাড়িবিশ্ব সংবাদগাজায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিসর, হামলায় নিহত ৫৩

গাজায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিসর, হামলায় নিহত ৫৩

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৮ অক্টোবর: গাজায় দুই দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে মিসর। যুদ্ধবিরতির প্রস্তাবে কয়েকজন ফিলিস্তিনি কারাবন্দীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে চারজন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার কথাও বলা হয়েছে।যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যে গাজায় হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। গতকাল রোববার ইসরায়েলের হামলায় গাজায় কমপক্ষে ৫৩ জন এবং লেবাননে ২১ জন নিহত হয়েছেন।মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি গতকাল কায়রোতে এক সংবাদ সম্মেলনে যুদ্ধবিরতির এ প্রস্তাব দেওয়ার কথা জানান। সিসি একে একটি স্থায়ী যুদ্ধবিরতির পথে প্রাথমিক পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। সংবাদ সম্মেলনে তাঁর পাশে ছিলেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবউন।

সিসি আরও বলেন, ‘অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হওয়ার ১০ দিনের মধ্যে কীভাবে স্থায়ী যুদ্ধবিরতিতে পৌঁছানো যায়, তা নিয়ে আলোচনা আবার শুরু করা উচিত।’ ইসরায়েল ও হামাস তাৎক্ষণিকভাবে মিসরের এই যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে প্রতিক্রিয়া জানায়নি।আল–জাজিরার খবরে আরও বলা হয়, এক বছরের বেশি সময় ধরে চলা গাজাযুদ্ধ অবসানের পথ খুঁজে পেতে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইএ) এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালক কাতারের দোহায় গেছেন। সেখানে তাঁরা একটি সংক্ষিপ্ত যুদ্ধবিরতি এবং কয়েকজন ইসরায়েলি জিম্মি ও কারাবন্দী ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া নিয়ে আলোচনা করবেন।আল–জাজিরার খবরে জানানো হয়, গাজার অবরুদ্ধ উত্তরাঞ্চলে ‘মৃত্যু, আহত এবং ধ্বংসের ভয়াবহ মাত্রা’ দেখে আঁতকে ওঠার কথা বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য