Friday, December 27, 2024
বাড়িবিশ্ব সংবাদলেবানন থেকে ইসরায়েলে ৯০ রকেট নিক্ষেপ

লেবানন থেকে ইসরায়েলে ৯০ রকেট নিক্ষেপ

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ১৬ অক্টোবর: লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ডে ৯০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাত ৯টায় এসব রকেট নিক্ষেপের ঘটনা ঘটে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য জানিয়েছে। অন্যদিকে গতকাল ইসরায়েলি হামলায় লেবাননে অন্তত ৪১ জন নিহত হয়েছেন।আইডিএফ জানায়, লেবানন থেকে আসা রকেটগুলোর অন্তত একটি ইসরায়েলের উত্তরের শহর হাইফার মাটিতে আঘাত হানে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কয়েকটি রকেট হামলার দায় স্বীকার করেছে।আইডিএফের মতে, গত সোমবার লেবানন থেকে ইসরায়েলে ১১৫টি রকেট নিক্ষেপ করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল দিনব্যাপী ইসরায়েলি হামলায় লেবাননে ৪১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ১২৪ জন।গত বছরের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরু হয়। এর পর থেকেই ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ। লম্বা সময় ধরে লেবানন ও ইসরায়েল সীমান্তে উভয় পক্ষ পাল্টাপাল্টি রকেট ও ক্ষেপণাস্ত্র হামলা করছে। গত মাসে লেবাননে বোমা হামলা জোরদার করেছে ইসরায়েল। এ মাসের শুরুতে সেখানে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, ইসরায়েলি স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত দেশটিতে প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছেন। যুদ্ধে হতাহতের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

হিজবুল্লাহ ইসরায়েলের সেনাঘাঁটিতে হামলা চালানোর পর সোমবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ‘আমরা বৈরুতসহ লেবাননের সব জায়গায় হিজবুল্লাহর ওপর হামলা চালিয়ে যাব। এ হামলা চলবে নির্দয়ভাবে।’লেবানন সরকারের জরুরি কমিটি গতকাল জানায়, গত ২৪ ঘণ্টায় লেবাননে ১৪৬টি ইসরায়েলি হামলার ঘটনা ঘটেছে। সরকারি এক প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত লেবাননে ১০ হাজার হামলা চালিয়েছে ইসরায়েল।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য