স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ অক্টোবর : আসন্ন দুর্গা পূজাকে সামনে রেখে বাঙালি মহিলা সমাজের উদ্যোগে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। রাজধানীর শিবনগরস্থিত আমরা বাঙ্গালির রাজ্য কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই বস্ত্র বিতরণ করা হয়।
উপস্থিত ছিলেন বাঙ্গালি মহিলা সমাজের নেতৃত্বরা। সংগঠনের এক নেত্রী জানান দুর্গা পুজার সময় সকলে চায় নতুন পোশাক পরিধান করে পুজায় বের হতে। কিন্তু দেখা যায় অনেকের দুইবেলা দুই মুঠো খাবার যোগার করতে কষ্ট হয়। ফলে তাদের পক্ষে আর নতুন বস্ত্র ক্রয় করা সম্ভব হয় না। তাই প্রতি বছর বাঙ্গালি মহিলা সমাজের পক্ষ থেকে দুর্গা পুজার পূর্বে দুঃস্থদেড় মধ্যে বস্ত্র বিতরণ করা হয়।