স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ সেপ্টেম্বর : বিদ্যুৎ পরিষেবা প্রদান করা একটা চ্যালেঞ্জিং বিষয়। সামনে দুর্গাপূজা আসছে। তারপরেই রয়েছে দীপাবলি উৎসব। এই সময়ে বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে বিদ্যুৎ নিগম বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। পুজোর দিন গুলোতে সমগ্র রাজ্যে যেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা প্রদান করা যায় তার জন্য বেশ কিছু কাজ করছে বিদ্যুৎ নিগম। বিদ্যুৎ পরিবাহী লাইন সারাইয়ের কাজ প্রায় ৯৯ শতাংশ সম্পন্ন হয়ে গেছে। দুই একদিনের মধ্যে বাকি কাজও সম্পন্ন হয়ে যাবে। রাজ্যের মোট ৮ টি বিদ্যুৎ সারকেল রয়েছে। বিদ্যুৎ পরিষেবাকে অক্ষুন্ন রাখতে বিদ্যুৎ পরিবাহী লাইন সংস্কারের কাজ ৯৯ শতাংশ শেষ হয়ে গেছে।
আগরতলা সহ রাজ্যের বিভিন্ন স্থানে ট্রান্সফরমার পরিবর্তন করা হয়েছে। ওভারলোড কমানোর জন্য অধিক ক্ষমতা সম্পন্ন ট্রান্সফর্মার প্রতিস্থাপন করা হয়েছে। দূর্গা পূজাকে সামনে রেখে বিদ্যুৎ নিগম ৪৭৫ টি ট্রান্সফর্মার মজুদ রেখেছে। পূজোর দিন গুলিতে বিদ্যুৎ পরিষেবা ২৪ ঘন্টা স্বাভাবিক রাখতে বিদ্যুৎ নিগমের কর্মীদের শিফটিং ডিউটির ব্যবস্থা করা হয়েছে। সোমবার মহাকরণের সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে জানান দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। তিনি আরো জানা দূর্গা পূজার সময় বিদ্যুৎ নিগমের সকল স্তরের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।বন্যার সময় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখতে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে. বিদ্যুৎ পরিষেবা দ্রুত স্বাভাবিক করার জন্য বিদ্যুৎ নিগমের কর্মীদের পাশাপাশি অতিরিক্ত শ্রমিক কাজে লাগানো হয়েছে।
বন্যা কবলিত এলাকায় জন নিরাপত্তা নিশ্চিত করতে বিদ্যুৎ সংযোগ ছিন্ন করে দেওয়া হয়েছিল। বন্যার জল নেমে যাওয়ার পর পুনরায় ঐ সকল এলাকায় বিদ্যুৎ সংযোগ প্রদান করা হয়। বন্যা চলাকালীন সময় বিদ্যুৎ দপ্তরের কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে গেছে। বিদ্যুৎ কর্মীদের সম্মানার্থে তাদেরকে এককালীন অনুদান প্রদান করা হবে। ৪ হাজার ২৯৪ জন বিদ্যুৎ কর্মীকে এই এককালীন অনুদান প্রদান করা হবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। তিনি আরও জানান ৪০০ টাকা থেকে শুরু করে ১৭০০ টাকা পর্যন্ত অনুদান প্রদান করা হবে। পুজোর অনুদানের বাইরে অতিরিক্ত এই অনুদান প্রদান করা হবে। মঙ্গলবারের মধ্যে এই অনুদান সকল কর্মীদের একাউন্টে সরাসরি ঢুকে যাবে।
এই অতিরিক্ত অনুদান প্রদান করতে গিয়ে বিদ্যুৎ নিগমের অতিরিক্ত ব্যয় হবে ২৫ লক্ষ ৫২ হাজার ২০০ টাকা। বিদ্যুৎ নিগম দপ্তরের হেলপারদের পদোন্নতি দীর্ঘদিন ধরে আটকে ছিল। এইবার সেই সমস্যারও সমাধান করা হয়েছে। বিদ্যুৎ নিগম দপ্তরের ৫৭৪ জন হেলপারকে দুই এক দিনের মধ্যে লাইনম্যান পদে পদোন্নতি দেওয়া হবে। এত করে তাদের বেতন ও বৃদ্ধি পাবে বলে জানান মন্ত্রী রতন লাল নাথ। সাংবাদিক সম্মেলনে মন্ত্রী রতন লাল নাথ আরও জানান গতবছর দুর্গাপূজায় সবচেয়ে বেশি বিদ্যুতের চাহিদা ছিল অষ্টমীর দিন। গত বছর পূজোর দিনগুলোতে রাজ্যে সর্বোচ্চ ৩১১ মেগাওয়াট বিদ্যুতের চাহিদা ছিল। এই বছর পূজার দিন গুলোতে রাজ্যে বিদ্যুতের চাহিদা ৩৯০ মেগাওয়াট হতে পারে বলে অভিমত ব্যক্ত করেন মন্ত্রী রতন নাল নাথ।