স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ সেপ্টেম্বর : গোপন খবরের ভিত্তিতে পূর্ব আগরতলা থানার পুলিশ গাঁজা বুঝাই লরি আটক করলো রাজধানীর চন্দ্রপুর এলাকায়। আটক লরি থেকে উদ্ধার হয় ৪৫ প্যাকেটে ৩৫৫ কেজি শুকনো গাঁজা। একই সাথে আটক করা হয়েছে লরি চালককে। পশ্চিম জেলার পুলিশ সুপার জানান পুলিশের নিকট গোপন সংবাদ আসে NL-01K-8197 নাম্বারের বহিঃরাজ্যগামী লরিটিতে নেশা সামগ্রী থাকতে পারে।
যথারীতি পুলিশ চন্দ্রপুর এলাকায় গাড়িটিকে আটক করে কলেজটিলা ফাঁড়ি থানায় নিয়ে যায়। পরবর্তী সময় কলেজটিলা ফাঁড়ি থানায় গাড়িটিতে তল্লাসি চালানো হয়। তল্লাসি অভিযানে গাড়িটির গোপন চেম্বার থেকে ৪৫ প্যাকেটে ৩৫৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়। আটক করা হয়েছে গাড়ির চালককে। ধৃত গাড়ির চালকের নাম মিঠুন কর্মকার, বাড়ি রাম নগর এলাকায়। জেলা পুলিশ সুপার কিরন কুমার কে জানান প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত গাড়ি চালক জানিয়েছে সে এই গাঁজা গুলি মেঘালয়ে নিয়ে যাচ্ছিল। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। কোথা থেকে গাড়িতে গাঁজা গুলি লোড করা হয়েছে, এবং কোথায় গাঁজা গুলি নিয়ে যাওয়া হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।