Sunday, December 22, 2024
বাড়িরাজ্যলেফুঙ্গা থানা পরিদর্শন গেলেন ডিজি এবং এসপি

লেফুঙ্গা থানা পরিদর্শন গেলেন ডিজি এবং এসপি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৮ সেপ্টেম্বর :রাজ্যে আইন-শৃঙ্খলা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে প্রধান দায়িত্বপ্রাপ্ত বিরোধী দল সিপিআইএম। তাদের অভিযোগ গত ছয় মাসে রাজ্যে প্রায় ৫০ টি অধিক খুন বহু নারী সংক্রান্ত অপরাধ সহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা সংগঠিত হয়েছে রাজ্যের মাটিতে। পুলিশ প্রশাসন নির্বিকার। তদন্তে নামার পর যখন শাসক দলের কারোর নাম সামনে আসছে তখন পুলিশ তদন্ত প্রক্রিয়া আর এক কদমও এগিয়ে নিয়ে যেতে চাইছে না।

 এমনটাই দাবি করে আগামী ৩ অক্টোবর আগরতলা শহরে বিক্ষোভ কর্মসূচি ডাক দিয়েছে বিরোধী দল সিপিআইএম। এদিকে শাসক দলের বক্তব্য বাম আমলের রাজনৈতিক খুন সহ বিভিন্ন সন্ত্রাসের ঘটনার ফাইল খোলা হবে। যেসব পরিবার এখনো বিচার পায়নি তাদের বিচার পাইয়ে দেওয়া হবে। শাসক ও বিরোধী দুই দলের মধ্যে যখন আইন শৃঙ্খলা নিয়ে এভাবে লড়াই চলছে তখন আচমকা থানা পরিদর্শন শুরু করেছেন রাজ্য পুলিশের মহা নির্দেশক অমিতাভ রঞ্জন এবং জেলা পুলিশ সুপাররা। এক কথায় বলতে গেলে – “ডাল মে কুচ কালা হে।” সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তেমন কিছু স্পষ্ট ভাবে বলতে চাইছে না রাজ্য পুলিশের মহা নির্দেশক। শুক্রবার বিশালগড় থানা পরিদর্শনের পর শনিবার লেফুঙ্গা থানায় গেলেন তিনি। সঙ্গে ছিলেন জেলা পুলিশ সুপার। এদিন লেফুঙ্গা থানা পরিদর্শন করেন রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন বলেন, লেফুঙ্গা থানা এলাকার আইন শৃঙ্খলা, সামাজিক শান্তি শৃংঙ্খলা সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেওয়া হয়েছে। তিনি বলেন আসন্ন শারদীয়া দুর্গা উৎসবকে কেন্দ্র করে রাজ্যের প্রত্যেকটি থানাকে চাঁদা সংক্রান্ত বিষয়ে কোনো অভিযোগ এলে সেগুলি বিশেষ তৎপরতার সঙ্গে, কঠোর ভাবে  নিয়ন্ত্রণ করার কড়া নির্দেশ দিয়েছেন বলে জানান।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য