স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ সেপ্টেম্বর : উনবিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সংস্কৃত ভাষা ও সাহিত্য অগাদ পন্ডিত্যের জন্য সংস্কৃত কলেজ থেকে ১৮৩৯ সালে তিনি বিদ্যাসাগরের উপাধি লাভ করেছিলেন। বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষা প্রচলন, বহুবিবাহ খুব বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপ দূরীকরণে তাঁর অক্লান্ত সংগ্রাম আজও মানুষের কাছে গুরুত্বপূর্ণ।
আজ তাঁর জন্ম জয়ন্তী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৪ তম জন্ম জয়ন্তী উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তর এবং ৪০ নং ওয়ার্ডের যৌথ উদ্যোগে পশ্চিম জেলা ভিত্তিক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রাজধানীর ড্রপ গেইট এলাকায় বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী, তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য্য, স্থানীয় কাউন্সিলর সম্পা চৌধুরী সহ উপস্থিত অন্যান্য অতিথিরা। উপস্থিত পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী জানান, বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র। তাঁর সমাজ পরিবর্তনের নীতি আদর্শের প্রসার অত্যন্ত প্রয়োজন। আগামী দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নীতি আদর্শ নিয়ে এগিয়ে যেতে হবে বলে জানান তিনি।