Saturday, May 17, 2025
বাড়িরাজ্যরাত পোহালেই গণেশ চতুর্থী, মৃৎশিল্পীদের কপালে চিন্তার ভাঁজ

রাত পোহালেই গণেশ চতুর্থী, মৃৎশিল্পীদের কপালে চিন্তার ভাঁজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : দিন দিন আগরতলা শহরে বাড়ছে গণেশ চতুর্থীর আয়োজন। গত দু’বছরের লক্ষ্য করা গেছে আগরতলা শহরের ভক্তরা ব্যাপক জাঁকজমকভাবে গণেশ চতুর্থীর আয়োজন করে থাকে। বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থা এবং বাড়ি ঘরে গণেশ চতুর্থীর আয়োজন করা হয়। জগতের মঙ্গল এবং পরিবার ও বাণিজ্যিক দেখে সুফল কামনার আশায় দুই থেকে তিন দিন যাবত চলে গণেশ চতুর্থী।

 আগরতলা শহরের বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে বড় বড় মণ্ডপ। শুধু বড় বড় মণ্ডপ বললে ভুল হবে, এগুলি বড় বড় বাজেটের পূজা। বিশেষ করে ব্যবসায়ীরা ঐক্যবদ্ধভাবে এ পূজায় ব্রতী হচ্ছে। ফলে কাজের চাপ বেড়েছে মৃৎশিল্পীদের। কিন্তু সম্প্রতি বন্যায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছে মৃৎ শিল্পীরা। আগরতলা সহ রাজ্যের বিভিন্ন মহকুমা মৃৎশিল্পীরা বন্যায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এরই মধ্যে বৃহস্পতিবার সকালে আগরতলা শহরের উত্তম চক্রবর্তী নামে এক মৃৎ শিল্পী জানান, গত ৪০ বছরে তিনি এত ভারী বর্ষণ কখনো দেখেনি। এ বছর মূর্তির বায়না অনেক বেশি। তিনি ব্যক্তিগতভাবে ৬০ টি গণেশ মূর্তির বায়না পেয়েছেন। বর্তমানে মাঝে আরেক দিন। শনিবার গনেশ পূজা। শুক্রবার থেকে মণ্ডপ গুলিতে পৌঁছে যাবে গনেশের মূর্তি। চলছে শেষ তুলির টান। কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রতিদিন বৃষ্টি থাকায় মূর্তি সঠিকভাবে শুকায় নি। বৃহস্পতিবারও হালকা বৃষ্টির কারণে মূর্তির কাজ সম্পন্ন করতে অনেকটাই বিপাকে পড়তে হচ্ছে মৃৎ শিল্পীদের। শুক্রবার সকাল থেকে বিভিন্ন পূজা উদ্যোক্তারা মূর্তি নিতে আসবে। কিভাবে মানুষের কাছে তাদের সমস্যার কথা তুলে ধরবে তা নিয়ে কপালে চিন্তার ভাঁজ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!