স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সব রকম সাহায্যার্থে সরকারকে দ্রুত পরিষেবা প্রদান করা সহ চার দফা দাবিতে বৃহস্পতিবার সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির পক্ষ থেকে আগরতলা পুর নিগমের পূর্ব জোনাল অফিসে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশন প্রদান করে তারা অভিযোগ তুলেন, মানুষের কাছে সঠিকভাবে সরকারি সহযোগিতা পৌছাচ্ছে না। এ বিষয়ে এলাকার সিপিআইএম নেতা অমল চক্রবর্তী বলেন, গত আগস্ট মাসের প্রবল বন্যায় জনজীবন তছনছ হয়ে গেছে।
সরকারি ও বেসরকারিভাবে যে তথ্য উঠতে এসেছে তাতে দেখা গেছে এখন পর্যন্ত প্রায় অর্ধেকের উপর মানুষ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক হিসেব অনুযায়ী দক্ষিণ ত্রিপুরা থেকে শুরু করে ঊনকোটি জেলা পর্যন্ত প্রায় ১৫ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে। তিনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে কোন রাজনীতি করতে চায় নি সিপিআইএম। কিন্তু তারপরও সরকারের উদ্দেশ্যে দাবি, সরকার যাতে সঠিকভাবে মানুষের সহযোগিতা করে। কারণ এখন পর্যন্ত ক্ষতিগ্রস্তদের কাছে সঠিকভাবে সহযোগিতা পৌছাচ্ছে না। ২১ নং ওয়ার্ড, ২৩ নং ওয়ার্ড, ২৫ নং ওয়ার্ড এবং ৩১ নং ওয়ার্ডে ক্ষতিগ্রস্তদের কোন সহযোগিতা মিলেনি বলে অভিযোগ তুলেন তিনি।