Friday, December 6, 2024
বাড়িরাজ্যনিখোঁজ যুবকের রহস্যজনক ঘটনা

নিখোঁজ যুবকের রহস্যজনক ঘটনা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ সেপ্টেম্বর : রহস্যজনকভাবে নিখোঁজ ১৭ বছর বয়সী নাবালক। নিখোঁজ যুবকের বোনের মোবাইলে মিলছে নিখোঁজ যুবকের ট্রেনের ভিডিও। ঘটনা সোনামুড়া নেংটা দরগা সংলগ্ন বটতলী এলাকায়। ঘটনা বিবরণী জানা যায় সোনামুড়া থানাধীন বটতলী নেংটা দরগার সংলগ্ন এলাকার বাসিন্দা জয়দেব বর্মনের ছেলে বিকাশ বর্মন বাড়ির লোকের অজান্তে পালিয়ে গেছে। ট্রেন থেকে বিকাশ বর্মন ওরফে কালু তার বোনের মোবাইলে ট্রেনের সফরের বিভিন্ন ধরনের ভিডিও হোয়াট অ্যাপে পাঠাচ্ছে। কিন্তু তার মোবাইলে ফোন করলে সে রিসিভ করছে না।

 পরিবারের সন্দেহ তার বন্ধুরা অর্থাৎ সে যার সঙ্গে গিয়েছে তারা তাকে ব্ল্যাকমেল করতে পারে এই নিয়ে সন্দেহ প্রকাশ করছে কালুর বাবা ও তার মা। তবে এই বিষয়ে কালুর মা ও বাবা সোনামুড়া থানা এক নিখোঁজ ডায়েরি করেন। এদিকে কালু তার যে দুই বন্ধুর সঙ্গে ট্রেনে করে বহিঃরাজ্যে যাচ্ছে তাদের নাম ও তারা জানে না। রাজ্য সরকারের কাছে তারা সন্তানকে ফিরে পেতে কাতর আবেদন জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য