Wednesday, January 15, 2025
বাড়িখেলাআপ্লুত এমবাপে বললেন, ‘জানতাম গোল আসবেই’

আপ্লুত এমবাপে বললেন, ‘জানতাম গোল আসবেই’

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২ সেপ্টেম্বর: লা লিগায় রোববার রেয়াল বেতিসের বিপক্ষে এমবাপের দুই গোলে রেয়াল মাদ্রিদ জয় পায় ২-০ গোলে।লিগে নিজের প্রথম তিন ম্যাচে গোলবিহীন থাকার পর অবশেষে জালের দেখা পেলেন তিনি। সবশেষ দুই ম্যাচে অনেক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি এই ফরোয়ার্ড। বেতিসের বিপক্ষে এই ম্যাচেও সুযোগ হাতছাড়া করার হতাশায় পুড়তে হয় তাকে। ২৪তম মিনিটে তার কোনাকুনি শট অল্পের জন্য বাইরে দিয়ে চলে যায়।সুযোগ কাজে লাগাতে পারেননি তিনি ৪০তম মিনিটে। ৫০তম মিনিটেও খুব কাছ থেকে জালে বল পাঠাতে পারেননি তিনি। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ আসে ৬৭তম মিনিটে।

গোলে বড় কৃতিত্ব অবশ্য ফেদে ভালভের্দের। বক্সের ঠিক মাথায় রদ্রিগোর কাছ থেকে পাস পেয়ে চকিতে দারুণ এক ব্যাকহিল করে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে বল বাড়ান উরুগুয়ের মিডফিল্ডার। এমবাপে দারুণ গতিতে বল ধরে পরাস্ত করেন গোলকিপারকে। লা লিগায় প্রথমবার দেখা যায় এমবাপের চেনা উদযাপন।আট মিনিট পর ভিনিসিউস জুনিয়রকে বেতিসের গোলকিপার ফাউল করলে পেনাল্টি পায় রেয়াল। এমনিতে দলের পেনাল্টি নেওয়ার দায়িত্ব এই ব্রাজিলিয়ানেরই। কিন্তু তিনি নিজে না নিয়ে পেনাল্টি নিতে দেন এমবাপেকে। ব্যবধান বাড়াতে সমস্যা হয়নি তার।ম্যাচের পর এমবাপে বললেন, লা লিগায় প্রথম গোল, সেটিও তার স্বপ্নের মাঠে, মুহূর্তটি তার মনে থাকবে। তবে নিজের গোলের চেয়ে দলের জয়ই বেশি তৃপ্তি দিয়েছে তাকে।

“দারুণ মুহূর্ত এটি। বিশ্বের সেরা স্টেডিয়ামে, এই কল্পনার রাজ্যে গোল করতে মুখিয়ে ছিলাম আমি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়। লাস পালমাসের বিপক্ষে ড্রয়ের পর এই ম্যাচে জিততেই হতো। যদিও কাজটা সহজ ছিল না। তবে আমরা রেয়াল মাদ্রিদ, শেষ পর্যন্ত জিতেছিই।”তিন ম্যাচে গোল না পেলেও ক্লাবের পক্ষ থেকে বা দলের ভেতরে কোনো চাপ অনুভব করেননি এমবাপে। গোল করতে তিনি মরিয়া হয়ে উঠছিলেন বটে, তবে বিশ্বাসটা তার ছিল। এই সময়টায় সবার কাছ থেকে দারুণ প্রেরণাও পেয়েছেন বলে জানালেন ২৫ বছর বয়সী তারকা।“চাপ ছিল কেবল এখানে মানিয়ে নিতে। গোল নিয়ে সমস্যা ছিল না। ক্যারিয়ারজুড়ে তো কতই গোল করেছি। জানতাম গোল আসবেই। তিন ম্যাচে গোল করতে না পারা আমার জন্য অনেক বড় ব্যাপার। তবে ঠিক আছে, এরকম হতে পারে। সতীর্থদের ভরসা আমার ছিল।”

“এখানে আসার পর থেকেই খুশি আছি। তিন ম্যাচে গোল করতে না পারার পরও এখানে লোকে অনেক ভালোবাসা দিয়েছে। অনেকের কাছে হয়তো এসবের তত মূল্য নেই, তবে আমার কাছে তা অনেক কিছু। এই সময়টায় ক্লাব, সতীর্থরা, সমর্থকরা…সবাই পাশে ছিল। এই ক্লাবের হয়ে গোল করার বিশ্বাস জুগিয়েছে আমাকে।”রেয়াল মাদ্রিদে আসার পর থেকে যে মনোযোগ, প্রত্যাশার যে চাপ তিনি পেয়ে আসছেন, সামনের সময়টাতেও তা থাকবে প্রবলভাবেই। সবার কৌতূহলের কেন্দ্রে থাকবেন তিনি সবসময়ই।তবে সেই চাপকে বড় করে দেখছেন না এমবাপে। আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বললেন, ইউরোপের সফলতম ক্লাবে তিনি নিজের নাম খোদাই করে রাখতে চান আলাদা করে।“চাপের কিছু নেই, এটা ফুটবল। নিজের মান আমার জানা আছে। কিলিয়ান হতেই এখানে এসেছি। কোনো চাপ নেই। খুশিই আছি এখানে, কাজ করে যেতে চাই।”

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য