Saturday, May 17, 2025
বাড়িবিশ্ব সংবাদইতালি উপকুলে ইয়ট ডুবি: নিখোঁজদের মধ্যে আছেন ব্রিটিশ ধনকুবের

ইতালি উপকুলে ইয়ট ডুবি: নিখোঁজদের মধ্যে আছেন ব্রিটিশ ধনকুবের

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২০ আগস্ট: ইতালির সিসিলি উপকূলে একটি বিলাসবহুল ইয়ট ডুবে যারা নিখোঁজ হয়েছেন, তাদের মধ্যে আছেন ব্রিটিশ প্রযুক্তি উদ্যোক্তা ও ধনকুবের মাইক লিঞ্চ, যিনি কারও কারও কাছে ‘ব্রিটিশ বিল গেটস’ নামে পরিচিত।সোমবার ভোরে ইয়টটি ডুবে যায়। ইতালির গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ৫৬ মিটার (১৮৩ ফুট) লম্বা ওই ইয়টটিতে ব্রিটিশ পতাকা উড়ছিল। ইয়ট ডুবিতে একজন মারা যান। আর নিখোঁজ হন ৬ জন। এর মধ্যে চারজনই ব্রিটিশ নাগরিক।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গতরাতে প্রচণ্ড ঝড়ের মুখে পড়ে ইয়টটি ডুবে যায়। পানির নিচে ৫০ মিটার গভীরে এর ধ্বংসাবশেষ শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দমকল বাহিনী। ডুবুরিরা নিখোঁজদের সন্ধান করছে।নিখোঁজ মাইক লিঞ্চ সফটওয়্যার কোম্পানি অটোনমির সহ-প্রতিষ্ঠা।যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় প্রযুক্তি সংস্থাগুলোর একটি হয়ে উঠেছিল এই কোম্পানি।পরে কোম্পানিটি কিনে নেয় যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়েন্ট হিউলেট-প্যাকার্ড। ২০১১ সালে হিউলেট-প্যাকার্ডের কাছে স্বায়ত্তশাসনে কোম্পানি বিক্রির ফলে তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগও উঠেছিল।

সিসিলি উপকূলে ইয়ট ডুবিতে লিঞ্চ তার স্ত্রীসহ নিখোঁজ হন। তবে লিঞ্চের স্ত্রী অ্যাঞ্জেলা বাকার্সকে পরে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র।ভূমধ্যসাগরের পশ্চিমার্ধে গতসপ্তাহের মধ্যভাগ থেকে ঘন ঘন মারাত্মক ঝড় দেখা গেছে। সেখানে রয়েছে নিম্নচাপ।রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সিসিলির উত্তর উপকূলে প্রবল ঝড় বয়ে গেছে। এই ঝড়ের প্রভাবে বাতাসের গতি হঠাৎ বেড়ে যাওয়া কিংবা ভারি বৃষ্টিপাত ঘটে থাকতে পারে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য

error: <b>Alert: </b>Content selection is disabled!!